পুরনো তালিকায় বিস্তর গোলমাল। প্রায় ৭০ লক্ষ ভোটারের নাম নিয়ে সমস্যা রয়েছে। তার পরেও ওই তালিকা মেনে ভোট হলে তেলঙ্গানার মানুষের সঙ্গে প্রতারণা করা হবে বলে সরব হলেন কংগ্রেস নেতৃত্ব। ওই তালিকা মেনে ভোট ঠেকাতে তাই এ বার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
সম্প্রতি বিধানসভা ভেঙে দিয়ে ভোটে যাওয়ার ঘোষণা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। চলতি বছরের মধ্যেই রাজ্যের ভোট সেরে ফেলার পরিকল্পনা নিয়েছেন তিনি। এ দিকে নিয়মানুযায়ী, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ১ জানুয়ারির মধ্যে সব রাজ্যের ভোটার তালিকা চূড়ান্ত করে ফেলবে রাজ্য নির্বাচন কমিশন। সেই চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগেই ভোট করা হলে বহু প্রকৃত ভোটার ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন বলেই মত কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির। বিশেষ করে এমন একটি রাজ্য, যা সদ্য অন্য রাজ্য থেকে ভেঙে বেরিয়ে এসেছে। পুরনো তালিকা অনুসারে ভোট হলে রাজ্যের মানুষের প্রকৃত চাওয়া-পাওয়ার ছবি ফুটে উঠবে না বলেই মত সিঙ্ঘভির। তাঁর কথায়, ‘‘৭০ লক্ষ ভুল নামের তালিকায় ৩০ লক্ষ ভোটারের নাম দু’বার করে রয়েছে। রাজ্য ভাগের পরে ২০ লক্ষ মানুষ, যাঁরা অন্ধ্রপ্রদেশে চলে গিয়েছেন, তাঁদের নাম বাদ যায়নি। আবার অন্ধ্র থেকে তেলেঙ্গানায় আসা মানুষের নাম যোগ হয়নি। এ ছাড়া প্রায় ১৮ লক্ষ মানুষের নাম দু’রাজ্যের তালিকাতেই রয়েছে। তাই নাম সংশোধন না করে ভোট করা অর্থহীন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy