Advertisement
২২ নভেম্বর ২০২৪
ITBP

ছত্তীসগঢ়ে ৫ সহকর্মীকে গুলি করে মেরে আত্মঘাতী আইটিবিপি-র বাঙালি জওয়ান, নিহতদের মধ্যেও ২ জন বাঙালি

ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে কাদেনার এলাকায় আইটিবিপি-র ওই শিবিরে রয়েছেন বি-৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।

রায়পুরের হাসপাতালে চিকিৎসাধীন জখম জওয়ান। ছবি: সংগৃহীত

রায়পুরের হাসপাতালে চিকিৎসাধীন জখম জওয়ান। ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ১১:৫৭
Share: Save:

মাওবাদী হামলার আশঙ্কা যেখানে অহরহ সেই ছত্তীসগড়েই সহকর্মীর গুলিতে ঝাঁঝরা হলেন পাঁচ আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ) জওয়ান। হত্যাকাণ্ড চালানোর পর নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই জওয়ানও। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে এ রাজ্যও। আক্রমণকারী আইটিবিপি জওয়ান এ রাজ্যের বাসিন্দা। নিহতদের মধ্যেও রয়েছেন দুই বাঙালি জওয়ান।

ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে কাদেনার এলাকায় আইটিবিপি-র ওই শিবিরে রয়েছেন বি-৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ছত্তীসগঢ় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ আইটিবিপি-র কনস্টেবল মাসুদুল রহমানের সঙ্গে অন্য কয়েকজন জওয়ানের বচসা বাধে। তর্কবিতর্ক চলাকালীন নিজের সার্ভিস রাইফেল থেকে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন মাসুদুল। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পাঁচ জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁদের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও দুই জওয়ানও। এই ঘটনার কথা স্বীকার করে ছত্তীসগঢ় পুলিশের ডিজি, ডিএম অবস্থি বলেন, ‘‘পাঁচ সহকর্মীকে গুলি করে খুন করার পর নিজের রাইফেল দিয়েই আত্মহত্যা করেন ওই জওয়ান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহতদের এয়ার লিফট করে চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল, সে সম্পর্কে জানতে ঘটনাস্থলে পৌঁছেছেন আইটিবিপি-র আইজি এবং নারায়ণপুরের এসপি।’’

ছত্তীসগঢ়ের কাদেনারের এই ভয়াবহ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দুই বাঙালি জওয়ান। হামলাকারী জওয়ান মাসুদুল খান যেমন নদিয়ার বাসিন্দা, তেমনই তাঁর চালানো গুলিতেই নিহত হন বর্ধমানের বাসিন্দা সুরজিৎ সরকার এবং পুরুলিয়ার বিশ্বরূপ মাহাতো। এ ছাড়া, নিহতদের তালিকায় রয়েছেন পঞ্জাব, হিমাচলপ্রদেশ এবং কেরলের তিন জওয়ানও।

আরও পড়ুন: জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, ১০৫ দিন পর মুক্ত পি চিদম্বরম

আরও পড়ুন: অজিত পওয়ার-দেবেন্দ্র ফডণবীস যোগাযোগ রাখছে জানতাম, দাবি শরদ পওয়ারের

কী কারণে সহকর্মীদের হত্যা করে আত্মঘাতী হলেন মাসুদুল? তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ছত্তীসগঢ়ের স্বরাষ্ট্রমন্ত্রী তাম্রধ্বজ সাহু বলেন, ‘‘জওয়ানদের নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই এমন ঘটনা ঘটেছে। তদন্তে তা বিস্তারিত জানা যাবে।’’ ছুটি না পেয়ে মানসিক অবসাদে গুলি চালানোর প্রবণতা আধাসেনা জওয়ানদের মধ্যে এর আগেও একাধিক বার দেখা গিয়েছে। এ ক্ষেত্রেও তেমনই কিছু ঘটেছিল কি না, সেই প্রশ্নের জবাবে তাম্রধ্বজ জানান, ‘‘সরকার জওয়ানদের সব রকম সুবিধাই দিয়ে থাকে।’’

অন্য বিষয়গুলি:

ITBP Chhattisgarh Firing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy