পুরুলিয়া সৈনিক স্কুল চত্বরে প্রয়াত অমিত রাজকে শ্রদ্ধাজ্ঞাপন প্রাক্তনীদের।
প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে। ঘরে আটকে ৩ শিশু। জীবন বাজি রেখে তাদের উদ্ধার করতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল কিশোর। কিন্তু সকলকে আগুনের কবল থেকে রক্ষা করতে পারলেও, শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারেনি সে। পুরুলিয়ার সৈনিক স্কুলের ছাত্র অমিত রাজের আত্মবলিদানের সেই ঘটনা এ বার সামাজিক মাধ্যমে তুলে ধরে তাকে শ্রদ্ধা জানাল ভারতীয় সেনা। অমিতকে ‘সাহসী হৃদয়’ কিশোর আখ্যা দিয়ে কুর্নিশ জানিয়েছে সেনাবাহিনী।
বিহারের নালন্দা জেলার রাহুই থানার পেশোয়ার গ্রামের বাসিন্দা অমিত পুরুলিয়ার সৈনিক স্কুলের দশম শ্রেণির ছাত্র। কোভিডের কারণে সম্প্রতি সে বাড়িতেই ছিল। গত ৩ ডিসেম্বর অমিতের প্রতিবেশীর বাড়িতে আগুন লেগে যায়। ঘটনার সময় সকলে বাড়ির বাইরে বেরিয়ে এলেও, একটি ঘরে আটকে পড়ে ৩ শিশু। তাদের চিৎকার শুনে নিজের প্রাণ বাজি রেখেই আগুনে ঝাঁপ দেয় বছর পনেরোর অমিত। ৩ শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করে সে।
কিন্তু আগুনের গ্রাস থেকে নিজেকে বাঁচাতে পারেনি অমিত। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় নালন্দার একটি হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় নালন্দারই একটি বেসরকারি হাসপাতালে। এর পর তাকে স্থানান্তরিত করা হয় দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানে অমিত। গত ১৩ ডিসেম্বর দুপুরে তার মৃত্যু হয়। অমিতের আত্মাহুতির সেই কাহিনি এ বার টুইটারে তুলে ধরেছে ভারতীয় সেনা। অমিতের আত্মোৎসর্গ ভবিষ্যৎ প্রজন্মকেও প্রেরণা জোগাবে বলে জানিয়েছে সেনা।
15 year old Cadet Amit Raj of #SainikSchool #Purulia sacrificed his own life while saving the lives of three children. He will continue to inspire future generations with his courage and bravery. #IndianArmy salutes the supreme sacrifice of the #Braveheart pic.twitter.com/IorqxvlOJE
— ADG PI - INDIAN ARMY (@adgpi) December 24, 2020
আরও পড়ুন: ডিসেম্বরে আগত বিদেশফেরত করোনা আক্রান্তদের জিনোম সিয়োকেন্সিং হবে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy