Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Windows 10

Windows 11: আসছে উইন্ডোজের নতুন সংস্করণ, নতুন কী থাকছে, কারাই বা ব্যবহার করতে পারবেন এটি?

ওয়াকিবহাল মহলের ধারণা প্রতিযোগী কোম্পানি অ্যাপেল-কে টক্কর দেওয়ার বিষয়টাই প্রাধান্য পাচ্ছে নতুন এই অপারেটিং সিস্টেম তৈরির পিছনে।

নতুন চেহারার উইন্ডোজ।

নতুন চেহারার উইন্ডোজ। ছবি: মাইক্রোসফ্ট

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৩:৩০
Share: Save:

গত বৃহস্পতিবার মাইক্রোসফ্ট-এর তরফে ঘোষণা করা হয়েছে, কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেম আনছে তারা। ‘উইন্ডোজ ১০’-এর পর এ বার ‘উইন্ডোজ ১১’। ওয়াকিবহাল মহলের ধারণা প্রতিযোগী কোম্পানি অ্যাপেল-কে টক্কর দেওয়ার বিষয়টাই প্রাধান্য পাচ্ছে নতুন এই অপারেটিং সিস্টেম তৈরির পিছনে।

কিন্তু উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীরা ব্যবসা বা বাজার রাজনীতি নিয়ে অতটাও চিন্তিত নন। তাঁদের প্রশ্ন, ‘উইন্ডোজ ১১’ অপারেটিং সিস্টেমে নতুন কী কী থাকছে? তাঁরা নতুন এই অপারেটিং সিস্টেম নিজেদের কম্পিউটারে ব্যবহার করতে পারবেন কি না? পারলে আদৌ কোনও সুবিধা হবে কি না? এবং যদি সুবিধা হয়, তা হলে সেগুলি কী কী?

এক নজরে

• কবে: চলতি বছরের শেষে

• দাম: বর্তমানে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন

নতুন কী কী:

• একেবারে নতুন চেহারা। আদি যুগ থেকে উইন্ডোজের যে চেহারা চলে আসছে, তা একেবারে বদলে যাচ্ছে এখানে। এ বার একটু গোলাকার ডিজাইনে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে স্টার্ট বোতামে। এত দিনে টাস্ক বারের বাঁ দিকে কোণে থাকত এই বোতাম। এখন চলে আসছে টাস্ক বারের মাঝামাঝি

• নিরাপত্তায় বেশি করে নজর দেওয়া হচ্ছে এই সংস্করণ

• পুরনো গেম-গুলি একেবারে নতুন চেহারায় আসছে উইন্ডোজ ১১-এ

• অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের কিছু কিছু অ্যাপ এ বার উইন্ডোজেও পাওয়া যাবে

• মাইক্রোসফ্ট টিমস এখন রাখা থাকছে এই অপারেটিং সিস্টেমে। আলাদা করে ডাউনলোড করার দরকার নেই

কম্পিউটারে কী কী লাগবে?

• প্রসেসর: অন্তত ১ গিগাহার্ৎজ গতির। সঙ্গে ২-কোর অথবা বা তার বেশি ৬৪ বিট প্রসেসর

• র‌্যাম: অন্তত ৪ জিবি

• স্টোরেজ: অন্তত ৬৪ জিবি

• ডিসপ্লে: অন্তত হাই ডেফিনিশন ৭২০পি

• সঙ্গে ইন্টারনেট কানেকশনও লাগবে

স্টার্ট বোতামের স্থান পাল্টাচ্ছে এ বার।

স্টার্ট বোতামের স্থান পাল্টাচ্ছে এ বার। ছবি: মাইক্রোসফ্ট

সুবিধা কী কী?

• যাঁরা ভিডিয়ো গেম খেলায় উৎসাহী, তারা এই নতুন সংস্করণ বেশ উপভোগ করবেন। দাবি উইন্ডোজের।

• এই নতুন অপারেটিং সিস্টেম আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বলেও দাবি করা হয়েছে। অর্থাৎ যাঁরা কম্পিউটার থেকে ব্যাঙ্কের কাজ করেন বা অনলাইনে কেনাকাটা, টাকাপয়সার লেনদেন করেন, তাঁদের জন্য এটি বেশি নিরাপদ হবে বলে আশা।

• অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ফোনের অ্যাপগুলিকে এ বার অনেক সহজে কম্পিউটারেও ব্যবহার করতে পারেন। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ যে একসঙ্গে অ্যাপেলকে টক্কর দিতে পারে, তারও পূর্বাভাস এই নতুন অপারেটিং সিস্টেম।

• একেবারে নতুন চেহারা। পুরনো ডেস্কটপ বা ল্যাপটপ দেখতে দেখতে যাঁদের চোখ ক্লান্ত হয়ে গিয়েছে, তাঁদের আনন্দ দিতে পারবে একেবারে নতুন চেহারার অপারেটিং সিস্টেমটি।

• একসঙ্গে অনেকগুলি কাজ সহজে করা যাবে। ট্যাবলেট মোড অন্য স্ক্রিনকে এর সঙ্গে জু়ড়ে একসঙ্গে বহু কাজ করার সুযোগ করে দেবে।

অন্য বিষয়গুলি:

Windows 10
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy