ডিফল্ট ড্রাইভ ‘সি’ থাকে কেন?
কম্পিউটার এখন প্রায় আমাদের নিত্য দিনের সঙ্গী। যে কোনও প্রশ্নের উত্তর জানার জন্য গুগল বাবার শরণাপন্ন হই আমরা প্রায় সবাই। অবসরে সিনেমা দেখা থেকে গান শোনা, বিভিন্ন মুহূর্তে ছবি থেকে গুরুত্বপূর্ণ নথি রেখে দেওয়া— সব ক্ষেত্রেই প্রয়োজন কম্পিউটারের। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি কোন অজ্ঞাত কারণে বেশির ভাগ কম্পিউটারের অপারেটিং সিস্টেম ‘সি’ ড্রাইভে থাকে? আবার কম্পিউটারে পেন ড্রাইভ বা যে কোনও ইউএসবি ড্রাইভ ঢোকালে বেশির ভাগ সময়ে ‘এফ’ বা ‘জি’ ড্রাইভ হিসাবে দেখায়। ‘এ’ বা ‘বি’ ড্রাইভ হিসাবে কোনও কিছু দেখায় না কেন?
এর উত্তর পেতে হলে আমাদের বেশ কয়েক দশক পিছিয়ে যেতে হবে। আদি কম্পিউটারে বাধ্যতা মূলক ভাবে কোনও হার্ডডিস্ক থাকত না। পরিবর্তে থাকত ফ্লপি ডিস্ক। সেই সময়ে দু’রকম ফ্লপি ডিস্ক পাওয়া যেত। সেই দু’রকমের ডিস্কের জন্য দু’টি আলাদা ড্রাইভ থাকত কম্পিউটারে। সেই ড্রাইভ দু’টিকে ‘এ’ এবং ‘বি’ ড্রাইভ বলা হত। ১৯৮০ সাল নাগাদ কম্পিউটারে হার্ড ড্রাইভ বাধ্যতামূলক হওয়ার পর সেটি ‘সি’ ড্রাইভ হিসাবে চিহ্নিত হয়। পরে ফ্লপি ড্রাইভের চল উঠে গেলে ‘এ’ এবং ‘বি’ ড্রাইভও বিলুপ্ত হয়।
আরও খবর- এই কোডগুলোর মানে না জেনেই ব্যবহার করেন প্লাস্টিকের পাত্র? এখনই সাবধান হোন
তবে সাধারণ ভাবে ‘সি’ ড্রাইভ নাম থাকলেও অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট থাকলে তা বদলও করা যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy