Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Whatsapp Chat Filter

হাজার মেসেজের ভিড়ে জরুরি চ্যাট ঝটপট খুঁজে পাবেন হোয়াট্‌সঅ্যাপে, কোন ফিচারটি ব্যবহার করবেন?

হোয়াট্‌সঅ্যাপ একের পর এক চমক দিতেই থাকে। নিত্যনতুন ফিচার আসতেই থাকে হোয়াটস্‌অ্যাপে। গ্রাহকদের সুবিধার জন্য চ্যাটবক্সে একটি ফিচার আনা হয়েছে যার নাম ‘চ্যাট ফিল্টার’।

WhatsApp chat filters help users find messages faster, how it works

তাড়াহুড়োর সময়ে জরুরি চ্যাট খুঁজে পাবেন কী উপায়ে? ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৩:৫৯
Share: Save:

ফোন খুলেই দেখলেন হোয়াট্‌সঅ্যাপে শয়ে শয়ে মেসেজের ভিড়। গ্রুপগুলিতে একের পর এক মেসেজ ঢুকেই চলেছে। এর মধ্যে যদি আপনার জরুরি কোনও চ্যাট খুঁজে বার করার থাকে, তা হলে হিমশিম খেতেই হয়। নির্দিষ্ট কোনও অ্যাকাউন্টে হোক বা গ্রুপ চ্যাটে, বহু মেসেজের ভিড়ে জরুরি কথোপকথন খুঁজে বার করার এক পদ্ধতি আগেই এনেছে হোয়াট্‌সঅ্যাপ। সেটি জানা থাকলে, আর স্ক্রল করে পুরনো মেসেজ খোঁজার প্রয়োজন পড়বে না।

হোয়াট্‌সঅ্যাপ একের পর এক চমক দিতেই থাকে। নিত্যনতুন ফিচার আসতেই থাকে হোয়াট্‌সঅ্যাপে। গ্রাহকদের সুবিধার জন্য চ্যাট বক্সে একটি ফিচার আনা হয়েছে যার নাম ‘চ্যাট ফিল্টার’। হোয়াট্‌সঅ্যাপ যদি আপডেট করা থাকে, তা হলে এই ফিচারটা দেখা যাবে।

কী এই চ্যাট ফিল্টার?

আপনার যে মেসেজগুলি পড়া হয়নি অথবা জরুরি কোনও কথা যা বহু মেসেজের ভিড়ে মিশে গিয়েছে, সেগুলি সহজে খুঁজে বার করার জন্যই এই বন্দোবস্ত। ফলে তাড়াহুড়োর সময়ে আর চ্যাটবক্সে গিয়ে মেসেজ হাতড়ানোর দরকার পড়বে না। কেবল ফোনে নয়, ওয়েব ভার্সনেও এই ফিচার আছে।

চ্যাট ফিল্টার আপডেট করার জন্য, আগে গুগ্‌ল প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্টটি আপডেট করে নিন। এ বার উপরে চ্যাট বক্সে গিয়ে ট্যাপ করুন। দেখবেন অনেকগুলি অপশন রয়েছে— ‘অল’, ‘আনরিড’, ‘গ্রুপ’, ‘ফেভারিট’ ইত্যাদি।

‘অল’ অপশনে গিয়ে ট্যাপ করলে, সমস্ত চ্যাটই দেখাবে। বিশেষ করে যেগুলি আপনার পড়া হয়নি অথবা অনেক মেসেজের মধ্যে রয়ে গিয়েছে, সেগুলি খুঁজে পেতে পারেন সহজেই।

‘আনরিড’-এ ট্যাপ করলে সেই মেসেজগুলিই দেখতে পাবেন যেগুলি একদমই আপনার পড়া হয়নি বা নজর এড়িয়ে গিয়েছে।

‘গ্রুপ’-এ গেলে সব ক’টি ছোট-বড় গ্রুপই দেখতে পাবেন। কোন গ্রুপে কী কী মেসেজ নজর এড়িয়ে গিয়েছে, সেগুলি একসঙ্গে চোখের সামনে দেখতে পাবেন।

‘ফেভারিট’ অপশনটি গ্রাহকদের সুবিধার জন্যই আনা হয়েছে। এখানে ট্যাপ করে ‘অ্যাড টু ফেভারিট’ করে আপনার পছন্দের কোনও অ্যাকাউন্ট বা গ্রুপ অথবা চ্যাট আলাদা করে রেখে দিতে পারেন। তা হলে তাড়াহুড়োর সময়ে আর সেই অ্যাকাউন্ট বা গ্রুপের নাম দিয়ে খোঁজাখুঁজি করতে হবে না। ‘ফেভারিট’ অপশনে গেলেই সব একসঙ্গে দেখতে পাবেন।

অন্য বিষয়গুলি:

WhatsApp Whatsapp web Whatsapp Chat Filter Technology Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy