Advertisement
০২ নভেম্বর ২০২৪
Health

বাড়িতে অক্সিজেন কনসেন্ট্রেটর রাখতে হচ্ছে? কী করবেন, কী করবেন না, জেনে নিন

অনেক বাড়িতেই এখন কোভিড রোগী। অবস্থা গুরুতর হলে বাড়িতেই অক্সিজেন কনসেন্ট্রেটর রাখতে হচ্ছে। কিন্তু ব্যবহার করার আগে কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন।

অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।

অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। ছবি: সংগৃহিত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৫:২৬
Share: Save:

অনেক কোভিড আক্রান্তেরা বাড়িতেই সুস্থ হয়ে যাচ্ছেন। তবে দেশে যেভাবে অক্সিজেনের সঙ্কট চলছে, তাতে অনেকেই বাড়িতে অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে রেখে দিচ্ছেন। কোনও কোভিড রোগীর অক্সিজেন মাত্রা হঠাৎ খুব কমে গেলে যাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই অক্সিজেন থেরাপি শুরু করে দেওয়া যায়, সে কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। তবে বাড়িতে অক্সিজেন কনসেন্ট্রেটর রাখতে গেলে এবং সেটা ব্যবহার করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলি জেনে নিন।

১। অক্সিজেন কনসেন্ট্রেটর ঘরের ভিতরকার হাওয়া ব্যবহার করেই কাজ করে। তাই ব্যবহার করার সময় ঘরের দরজা-জানলা সব খোলা রাখুন। যাতে সারাক্ষণ হাওয়া চলাচল করতে পারে।

২। যন্ত্রটি ব্যবহার করার সময় ঘরে যেন কেউ ধূমপান না করেন। এমনকি, ই-সিগারেটও চলবে না।

৩। যন্ত্রটি খোলা জায়গায় রাখতে হবে, যেখানে আলো-হাওয়া রয়েছে।

৪। যন্ত্রের কাছাকাছি এমন জিনিস ব্যবহার করবেন না, যাতে আগুন ধরে যেতে পারে। কোনও ধরনের রুম ফ্রেশনার বা রং পাতলা করার থিনারও কাছাকাছি না রাখাই ভাল।

৫। যন্ত্রটি সব সময় সোজা ভাবে দাঁড় করিয়ে রাখুন। কোনও জায়গায় আটকে রাখতে পারেন, যাতে পড়ে না যায়।

৬। বাড়িতে অক্সিজেন কনসেন্ট্রেটর থাকলে আগুন লাগার ঝুঁকি বেড়ে যায়। তাই হাতের কাছে একটা আগুন নিভানোর যন্ত্র রাখতে পারেন। অনেক বহুতল বাড়িতে এই ব্যবস্থা থাকে এখন। তাই বিল্ডিংয়ের লোক বা স্থানীয় দমকল দপ্তরে একবার জানিয়ে রাখতে পারেন যে, আপনার বাড়িতে অক্সিজেন কনসেন্ট্রেটর রাখা থাকছে।

৭। ব্যবহার করার সময়ে গ্যাস স্টোভ, মোমবাতি বা ইলেকট্রিক হিটারের মতো জিনিস থেকে অন্তত ৫ ফিট দূরত্ব বজায় রাখুন।

আরও পড়ুন:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE