নৈনিতাল: উত্তরাখণ্ডের নৈনিতালও গরমকালে ঘুরতে যাওয়ার জন্য একেবারে উপযুক্ত জায়গা। নৈনি লেক আর জঙ্গলের রাস্তা আপনার স্মৃতির পাতায় থাকবে বহুদিন।
গরমে হাঁসফাঁস! কলকাতার রাস্তা যেন আগ্নেয়গিরি। গলদঘর্ম সারাটা দিন। এদিকে আপনার ছোট্ট সোনার স্কুলে ছুটি। বাড়িতে বসে বিলকুল বোর হচ্ছে ও। কাজ করতে করতে আপনার মস্তিষ্কেও যেন হাতুড়ি পেটানোর শব্দ। গিন্নির বায়নাক্কা, কোথাও টুক করে বেড়িয়ে আসার। আপনার বুকের বাঁ দিকটাও বেশ কিছু দিন ধরেই চাইছে কাছেপিঠে কোথাও ঘুরে আসতে। কিন্তু মস্তিষ্ক ক্লাসের মনিটরের মতো বাধা দিয়ে বলছে-‘না, এই সাংঘাতিক গরমে ঘুরতে যাওয়া নৈব নৈব চ’। চিন্তা কী? এই লু-ঝরানো গরমে ভারতের বিভিন্ন জায়গা হয়ে উঠতে পারে আপনার ফেভারিট ডেস্টিনেশন। এমনই কয়েকটি জায়গার হদিশ জানুন।
আরও পড়ুন:
২০১৬ সালে বিশ্বের জনপ্রিয়তম ১০ দ্বীপ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy