তাড়াহুড়োর ফলে হামেশাই ধাক্কা লেগে রিস্টওয়াচে ডেন্ট পড়ে যায়। আবার দীর্ঘদিন ধরে পরার ফলে হাতঘড়িটি বেশ অপরিষ্কার দেখায়। স্ক্র্যাচ বা ডেন্টিং ওঠাতে রিস্টওয়াটি দোকানে নিয়ে গেলে গচ্চা যেতে পারে আপনার গ্যাঁচের কড়ি। তবে উপায়? জেনে নিন, রিস্টওয়াচের ডেন্ট সারিয়ে তা পরিষ্কার রাখার কার্যকরী ছ’টি উপায়।
১) মসৃণ কাপড়ের টুকরোতে সামান্য টুথপেস্ট মাখিয়ে রিস্টওয়াচের স্ক্র্যাচের উপর আলতো করে ঘষুন। এটা প্রতি দিন নিয়ম করে করলে ধীরে ধীরে স্ক্র্যাচ মিলিয়ে যাবে।
২) অনেক সময় ধাক্কা লেগে ঘড়িতে ডেন্ট পড়ে যায়়। ডেন্ট ওঠাতে নেল পলিশ ব্লক ব্যবহার করুন।
৩) ঘড়ির উপর হালকা দাগ ওঠাতে জুয়েলারি বক্সের পাতলা কাপড় খুবই কাজে দেয়। স্ক্র্যাচের উপর ধীরে ধীরে পাতলা কাপড় ঘষুন।
৪) সারা দিনে বেশ কয়েক বার কনুই দিয়ে ঘড়িটি ঘষুন। ঘড়ি পরিষ্কার রাখতে বাবা-কাকাদের এই পুরনো টোটকা কিন্তু খুবই কাজের।
৫) রিস্টওয়াচের স্টিল ব্যান্ড পরিষ্কার করাটা মুখের কথা নয়। প্রথমে ঘড়ির থেকে ব্যান্ডটা খুলে নিন। এর পর মাইল্ড ডিটারজেন্ট মেশানো জলে তা খানিক ক্ষণ ডুবিয়ে রাখুন। দেখবেন ব্যান্ডের ময়লা দাগছোপ উঠে গিয়েছে। কড়া দাগ ওঠাতে টুথব্রাশ দিয়ে ব্যান্ডটি ঘষুন। এর পর রানিং ওয়াটারে ব্যান্ডটি ধুয়ে নিন।
৬) লেদার ব্যান্ডের দাগছোপ ওঠাতে ডিটারজেন্টের বদলে ভিনিগার মেশানো জল ব্যবহার করুন।
আরও পড়ুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy