চুল বাঁধার স্টাইল বদলালে পুরো লুকটা পাল্টে যায়, বৈচিত্রও মিলবে।
এ সময়ে অনেকেই খোলা চুলে বেরোচ্ছেন না। লুক বদলাতে চুল বাঁধার ধরন বদলে ফেলুন
তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো/ চাঁদের মুখের পাশে জড়ালো/ মন হারালো, হারালো...
করোনার জ্বালায় তো খোলা চুলের এই রূপকথাটাই শেষ হতে বসেছে! বাহার করে চুল উড়িয়ে ঘোরার জো নেই। বাড়ি ফিরেই চুলে শ্যাম্পু করতে হবে। বারবার চুল ধোয়ার ঝামেলা এড়াতে তাই চুল ভাল করে বেঁধে, নেট বা হেয়ার-কভার পরেই ঘুরতে হচ্ছে ফ্যাশনিস্তাদের। তাতে দমে যাবেন না। চুল বাঁধার স্টাইল বদলালে পুরো লুকটা পাল্টে যায়, বৈচিত্রও মিলবে। পৃথিবী জুড়ে কেশবিন্যাসের শতেক স্টাইল রয়েছে। তার থেকে সহজ ও সুন্দর চুল বাঁধার উপায়গুলো বেছে নিলেই হল...
মহানায়িকা ও নাগিনী বেণি
• ওয়েভি বান: সুচিত্রা সেন যেমন চিরযৌবনা, তেমনই তাঁর খোঁপার স্টাইলটিও। ট্র্যাডিশনাল আর হাল ফ্যাশনের শাড়ির সঙ্গে দারুণ লাগবে এই ওয়েভি খোঁপা। মাঝখানে সিঁথি করে, বড় কার্লার দিয়ে চুল সেট করুন। দু’পাশে ওয়েভ আসবে। ঘাড়ের কাছের চুল পিন করে তুলে রাখুন। বাকি চুলটা আলতো হাতে খোঁপা করুন। চার পাশে আলগা চুল বেরোলে, সেটিকে রিং পাকিয়ে খোঁপায় ক্লিপ আটকে নিন। বুফঁ করে বান করতে, মাঝের কিছু চুল তুলে কার্লিং ক্লিপ দিয়ে আটকে নিন। ব্লোয়ার (আঙুলেও হবে) দিয়ে ফুলিয়ে পিছনে নিয়ে ক্লিপ আটকে দিন। চুলের ঘনত্বও বেশি মনে হবে।
• সাইড খোঁপা: সামনে থেকে কিছুটা চুল নিয়ে টুইস্ট করে কানের কাছে ববি পিন আটকে নিন। বাকি চুল আঁচড়ে এক পাশে এনে ঝুলিয়ে টাইট খোঁপা বাঁধুন। উপরে হেয়ার এক্সটেনশন লাগিয়ে নিতে পারেন।
• বেণি ও খোঁপা: মাথার এক পাশের একটু লকস ছেড়ে, বাকি চুল নিয়ে ঘাড়ের কাছে খোঁপা করুন। এ বার ওই গোছায় সরু বিনুনি করে খোঁপার মধ্যে গুঁজে দিন।
ইজ়ি, লেজ়ি, ক্রেজ়ি
• মেসি টপ বান: চুল না আঁচড়েই মাথা নিচু করুন। সব চুল এক সঙ্গে করে মাথার উপরে পনিটেল বাঁধুন। সেটা বেলুনের মতো ফুলিয়ে গার্ডারের মধ্যে ঢুকিয়ে নিন। এ বার মাঝখানটা চেপ্টে খোঁপার মতো ক্লিপ আটকান। সামনেটা আলতো আঁচড়াবেন। এই মুহূর্তে দেশ-বিদেশের সহজতম এই হেয়ারডু বেশ জনপ্রিয়। দীপিকা পাড়ুকোনের প্রিয়। তাড়াহুড়োয় ঝটপট করা যায়। ছোট ও মাঝারি লেংথ-এর চুলেও হবে। সব পোশাকের সঙ্গেই দারুণ দেখায়।
• টুইস্টেড বান: পিছনে তিনটি ছোট পনিটেল বাঁধুন। পনিটেলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে এক সঙ্গে করে পেঁচিয়ে বেঁধে নিন। পিঠ বা কোমর পর্যন্ত চুলে এই স্টাইলটি করা যাবে। সহজেই পার্টি লুক আসবে।
• নাইনটি’জ় টুইস্টস: জ়িগজ়্যাগ সিঁথি করুন। অনেক ছোট বিনুনি করে একসঙ্গে ক্লিপ বা বিডস দিয়ে আটকে নিন। নব্বই দশকের বিখ্যাত এই পপস্টার স্টাইল ছোট এবং কোঁকড়া চুলে বেশ লাগে।
• ব্যাক বিউটি: লম্বা চুল হলে কয়েকটা প্যাঁচেই গর্জাস স্টাইলটি করা যাবে। দু’পাশ থেকে চুল নিয়ে প্যাঁচ দিয়ে ঘাড়ের একটু উপরে এক জায়গায় এনে ক্লিপ আটকান। চুলের নীচের অংশ ছাড়া আছে, সেটি উল্টো দিকে ঘুরিয়ে আগের প্যাঁচে ঢুকিয়ে দিন। লুক বদলে যাবে।
হ্যালো হলিউড
• রাপানজ়েল’স রোপ: মাথার এক পাশে সামনে থেকে চুল তিন ভাগে ভাগ করে বিনুনি শুরু করুন। বিনুনি যত এগোবে, সামনে থেকে আরও চুল জুড়তে থাকবেন বিনুনিতে। এই ভাবে ঘাড় পর্যন্ত এসে, পিছনের গোছায় চুল জোড়া শুরু করতে হবে। কাঁধ পর্যন্ত বিনুনি নামলে, বাকি চুল দু’ভাগ করে পেঁচিয়ে নিন। দু’টি প্যাঁচালো চুলের গোছা ফিতের মতো ক্রিসক্রস করে বাঁধুন। নীচে ট্রান্সপারেন্ট গার্ডার লাগান। অ্যানিমেটেড ও ফ্যান্টাসি সিনেমার স্টাইল পেয়ে যাবেন।
• ক্রাউন ব্রেড: বিনুনি দিয়ে নানা ভাবে মুকুট তৈরি করা যায়। চুলটা মাঝ বরাবর সিঁথি করে নিন। এক কানের উপর থেকে অল্প চুল নিয়ে বিনুনি শুরু করুন। আগের স্টাইলটির মতো প্রতি বারে একটু করে চুল জুড়ে বিনুনি করে অন্য কানের উপর দিয়ে এনে, যেখানে বিনুনি শুরু করেছিলেন সেখানে নিয়ে আসুন (রাজকন্যাদের ফুলের মুকুটের মতো)। ক্লিপ দিয়ে বিনুনির শেষ ভাগ শুরুর অংশে মিলিয়ে ট্রান্সপারেন্ট গার্ডার আটকান।
• আরিয়া স্টার্ক বানস: ‘গেম অব থ্রোনস’ সিরিজ়ের চরিত্র আরিয়া স্টার্ক-এর মতো সামুরাইদের কায়দার চুলের স্টাইলও জনপ্রিয়। মাথার মাঝখানে সিঁথি করে দু’পাশে উঁচু করে দুটো খোঁপা বা বিনুনি-খোঁপা করে নিলেই এই লুক পেয়ে যাবেন।
• খালিসি স্টাইল: এই সিরিজ়েই ‘মাদার অব ড্রাগনস’ ডেনেরিস টার্গারিয়ানের ব্লন্ড চুলের দু’পাশ থেকে জোড়ায় জোড়ায় নেমে আসা ও ক্রিসক্রস করে আলগোছে ফেলে রাখা বিনুনিও বিখ্যাত। তবে খালিসি কয়েকটি বেণি করে বাকি চুল খুলে রাখতেন। সেটা এখন করার উপায় নেই। তাই অল্প চুল নিয়ে দুই বা তিন জোড়া বিনুনি করে ঘাড়ের কাছে পেঁচিয়ে খোঁপা বেঁধে রাখতে পারেন।
তবে অপেক্ষা কেন? ব্রাশ, কার্লার, রাবার ব্যান্ড ও ক্লিপ নিয়ে তৈরি হয়ে যান। আর দেখুন, ‘জ়ুলফোওয়ালি জানেজাহাঁ’ কী ভাবে আবার মেহফিল জমিয়ে দেয়।
মডেল: সুস্মিতা চট্টোপাধ্যায়, নয়নিকা সরকার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy