Advertisement
E-Paper

পোষ্যের যত্নে খামতি হচ্ছে কি না ভাবছেন? পাঁচ যন্ত্র হাতের কাছে থাকলে আর চিন্তা নেই

পোষ্যের খাওয়াদাওয়া থেকে খেলাধুলা, এমনকি তাদের উপর সর্ব ক্ষণ নজর রাখতে নানা রকম বৈদ্যুতিন যন্ত্র এসে গিয়েছে বাজারে। কী ভাবে ব্যবহার করতে হবে জেনে নিলেই পোষ্যকে নিয়ে আর চিন্তা থাকবে না।

These are the essential dog accessories for pet parents

পোষ্যের শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখবে কিছু যন্ত্র, সেগুলি কী কী? ছবি: ফ্রিপিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:০৪
Share
Save

পোষ্যের খাওয়াদাওয়া ঠিকমতো হচ্ছে কি না, কোনও অসুখ বাসা বাঁধছে কি না, এই নিয়ে চিন্তার শেষ থাকে না পোষ্যের অভিভাবকদের। পোষ্যকে ঠিক কতটা খাওয়াতে হবে, কী খাওয়ালে ভাল হবে, কী ভাবে সারা ক্ষণ নজর রাখা যাবে, সে নিয়েও ভাবনা থাকে। যাঁরা প্রথম পোষ্য এনেছেন বাড়িতে, তাঁরা এই নিয়ে আন্তর্জালে বিস্তর খোঁজাখুঁজিও করেন। কিন্তু জানেন কি, পোষ্যের খাওয়াদাওয়া থেকে খেলাধুলা, এমনকি তাদের উপর সর্ব ক্ষণ নজর রাখতে নানা রকম বৈদ্যুতিন যন্ত্র এসে গিয়েছে বাজারে। কী ভাবে ব্যবহার করতে হবে জেনে নিলেই, পোষ্যকে নিয়ে আর চিন্তা থাকবে না।

কোন কোন যন্ত্র কিনে রাখতে পারেন?

ডগ কলার

অনলাইনে সহজেই পেয়ে যাবেন। দোকান থেকেও কিনে নিতে পারেন। এতে আইডি ট্যাগ দেওয়া থাকবে। ভিড়ের মাঝে পোষ্য হারিয়ে গেলে, তাকে খুঁজে পাওয়া সহজ হবে। তা ছাড়া ট্যাগ লাগানো থাকলে, পোষ্য কখন কোথায় রয়েছে, তা জানতেও পারবেন।

অ্যাক্টিভিটি ট্র্যাকার

অনলাইনেও সহজেই আনিয়ে নেওয়া যেতে পারে। সাধারণত গলাবন্ধের সঙ্গে আটকে দেওয়া হয় এই ট্র্যাকার। এর সাহায্যে জানা যাবে, পোষ্যের ওজন বেড়ে চলেছে কি না। পোষ্য সারা দিনে কতটা খাচ্ছে, কত ক্ষণ হাঁটাহাঁটি করছে, কতটা ঘুমোচ্ছে। শরীর খারাপ হচ্ছে কি না, তা-ও ধরা যাবে ট্র্যাকারে। ব্যাটারিচালিত এই যন্ত্র নির্দিষ্ট সময় অন্তর চার্জ দিয়ে নিতে হয়। কোম্পানি-ভেদে কোনওটা ২ দিন অন্তর চার্জ দিতে হয়, কোনওটা আবার ৬ মাস পর্যন্ত চলে এক বার চার্জ করার পর। ফোনে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই ট্র্যাকারগুলি থেকে পাওয়া তথ্য সরাসরি চলে আসবে মালিকের কাছে। যদি দেখেন পোষ্য খাওয়া কমিয়ে দিয়েছে বা নিজে থেকেই দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছে, তখন সতর্ক হতে হবে।

জিপিএস ট্র্যাকার

পোষ্য কখন কোথায় রয়েছে তার খুঁটিনাটি জানা যাবে ট্র্যাকারে। আপনি যখন অফিসে বা কাজের জায়গায় থাকবেন, তখন এই ট্র্যাকারের মাধ্যমেই জানতে পারবেন পোষ্য কী করছে, কোথায় রয়েছে। দূরে থেকেও পোষ্যকে সবসময়ে চোখে চোখে রাখা যাবে।

অটোমেটেড ফুড অ্যান্ড ওয়াটার ডিসপেনসার্স

আপনি কাছে না থাকলেও এই যন্ত্র সময়মতো আপনার পোষ্যকে খাবার ও জল সরবরাহ করে যাবে। কেবল সময় ঠিক করে নিতে হবে এবং সেই অনুযায়ী টাইমার সেট করে দিতে হবে। ঠিক সেই সময়েই স্বয়ংক্রিয় ভাবে যন্ত্রটি খাবার ও জল ঢেলে দেবে পাত্রে। কেবল তা-ই নয়, ঠিক কতটা খাবার কোন সময়ে দিতে হবে, তা-ও ঠিক করে দিতে পারবেন আপনি।

এআই লিটার ট্রে

পোষ্যের মলমূত্র ত্যাগের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত আধুনিক শৌচাগার। এআই লিটার ট্রে নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি, পোষ্যের স্বাস্থ্যের খবরও দেবে। পোষ্য কত বার সেটি ব্যবহার করছে, কী ভাবে করছে, কোনও অস্বাভাবিকতা রয়েছে কি না, তার বিস্তারিত তথ্য জমা রাখবে লিটার ট্রে। সেই তথ্য দেখে পোষ্যের শারীরিক অবস্থা সম্পর্কেও জানা যাবে।

Pet Care pet dog

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}