Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অ্যাথলিট দীপিকাই আমাকে হাল ছা়ড়তে দেয়নি

মাত্র দু’ বছর আগে গভীর অবসাদে ভুগছিলেন তিনি। আর আজ চার বছর পর আজ শুধু বলিউডেই এক নম্বর নন তিনি, পা রেখেছেন হলিউডেও। কী ভাবে কাটিয়ে উঠলেন সেই গভীর অবসাদ? ফেসবুকে নাইকির ভিডিও শেয়ার করে সেই গল্পই শুনিয়েছেন দীপিকা পাডুকোন। তবে এখানে বলিউড অভিনেত্রী দীপিকাকে নয়, দেখতে পাবেন অ্যাথলিট দীপিকাকে। তাঁর ভিতরে থাকা এই অ্যাথলিট দীপিকাই যে তাঁকে লড়াই করতে শিখিয়েছে, শিখিয়েছে ঘুরে দাঁড়াতে।

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ১৬:৪২
Share: Save:

মাত্র দু’ বছর আগে গভীর অবসাদে ভুগছিলেন তিনি। আর আজ চার বছর পর আজ শুধু বলিউডেই এক নম্বর নন তিনি, পা রেখেছেন হলিউডেও। কী ভাবে কাটিয়ে উঠলেন সেই গভীর অবসাদ? ফেসবুকে নাইকির ভিডিও শেয়ার করে সেই গল্পই শুনিয়েছেন দীপিকা পাডুকোন। তবে এখানে বলিউড অভিনেত্রী দীপিকাকে নয়, দেখতে পাবেন অ্যাথলিট দীপিকাকে। তাঁর ভিতরে থাকা এই অ্যাথলিট দীপিকাই যে তাঁকে লড়াই করতে শিখিয়েছে, শিখিয়েছে ঘুরে দাঁড়াতে।

দীপিকা লিখেছেন, ছোট থেকেই বাবা সব সময় বলতেন, জীবনে সেরা হতে গেলে তিনটে ‘ডি’ সব সময় মাথায় রাখবে। ডিসিপ্লিন, ডেডিকেশন ও ডিটারমিনেশন। নিজের মনের কথা শোনো। যা করতে ইচ্ছা করে তাই করো। খেলা আমাকে শিখিয়েছে ব্যর্থতাকে কী ভাবে মেনে নিতে হয়, সাফল্যে নিজেকে কী ভাবে ধরে রাখতে হয়। খেলাই আমাকে শিখিয়েছে কী ভাবে নিজেকে মাটির কাছাকাছি রাখতে হয়, শিখিয়েছে বিনয়। দু’বছর আগে আমি গভীর অবসাদে ভুগছিলাম। মনে হচ্ছিল যেন অতলে ডুবে যাচ্ছি। হাল ছেড়ে দিয়েছিলাম প্রায়। কিন্তু আমার মধ্যে থাকা অ্যাথলিটই আমাকে ঘুরে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। হাল ছাড়তে দেয়নি। তাই আমি সব ছেলে, সব মেয়ে, সব পুরুষ, সব মহিলাকে বলছি, কোনও কিছু খেলুন। আমার জীবন বদলে দিয়েছে খেলা। আপনারও জীবনও বদলে দেবে। খেলা আমাকে বাঁচতে শিখিয়েছে, লড়তে শিখিয়েছে, হার না-মানতে শিখিয়েছে।

মডেলিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে জাতীয় স্তর পর্যন্ত ব্যাডমিন্টন খেলেছেন দীপিকা। বেসবল খেলেছেন রাজ্য স্তর পর্যন্ত। এই ভিডিওতে দীপিকা ছাড়াও ভারতের অন্যতম মহিলা অ্যাথলিটদের তুলে ধরেছে নাইকি। রয়েছেন রানি রামপাল (হকি), জোসনা চিনাপ্পা (স্কোয়াশ), জ্যোতি অ্যান বুরেট (ফুটবল), হরমনপ্রীত কউর, স্মৃতি মনদানা ও শুলক্ষ্মী শর্মা (ক্রিকেট)। দেখুন গায়ে কাঁটা দেওয়া সেই ভিডিও,

আরও পড়ুন: জানেন কি রাগ, দুঃখের মতো নেগেটিভ ইমোশন কী ভাবে আমাদের অসুস্থ করে তোলে?

অন্য বিষয়গুলি:

depression deepika padukone nike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE