Advertisement
০৫ নভেম্বর ২০২৪
sexual fetish

Sexual Health: পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের মাপ কেমন চান বেশির ভাগ মহিলা, উত্তর দিল সমীক্ষা

হালে ক্যালিফোর্নিয়ার নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সমীক্ষা চালানো হয়। হাজারের বেশি মহিলাকে জিজ্ঞাসা করা হয়, পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের মাপ কত হলে তাঁদের সবচেয়ে ভাল লাগবে।

যৌনাঙ্গের মাপ যৌন সম্পর্কে কতটা গুরুত্বপূর্ণ?

যৌনাঙ্গের মাপ যৌন সম্পর্কে কতটা গুরুত্বপূর্ণ? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৬:০৮
Share: Save:

যৌনাঙ্গের মাপ নিয়ে দুশ্চিন্তায় থাকেন পুরুষই। ঠিক কেমন মাপ হলে সঙ্গী নারীর সবচেয়ে ভাল লাগবে, তা নিয়ে নানা সংশয়ে থাকেন অনেকেই। অনেক পুরুষেরই ধারণা, যৌনাঙ্গ যত দীর্ঘ হবে, ততই ভাল। কিন্তু এই কথা কতটা সত্যি?

হালে ক্যালিফোর্নিয়ার নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সমীক্ষা চালানো হয়। হাজারের বেশি মহিলাকে জিজ্ঞাসা করা হয়, পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের মাপ কত হলে তাঁদের সবচেয়ে ভাল লাগবে।

এখানেই শেষ নয়। বিশ্ববিদ্যালয়ের তরফে নানা দৈর্ঘ্যের পুরুষ যৌনাঙ্গের ত্রি-মাত্রিক প্রতিরূপও বানানো হয়। চার ইঞ্চি থেকে শুরু করে ৯ ইঞ্চি পর্যন্ত নানা মাপের প্রতিরূপ বানানো হয়। এক এক জন করে মহিলাকে সেগুলির মধ্যে থেকে একটি করে নকল যৌনাঙ্গ বেছে নিতে বলা হয়। সমীক্ষায় অংশ নেওয়া মহিলারা প্রত্যেকে নিজেদের জন্য যে মাপের নকল যৌনাঙ্গটি আদর্শ বলে মনে করছেন, সেটি বেছে নেন। এর পরে তার গড় করা হয়।

সুস্থ যৌন সম্পর্কের জন্য পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের মাপ কেমন পছন্দ মহিলাদের?

সুস্থ যৌন সম্পর্কের জন্য পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের মাপ কেমন পছন্দ মহিলাদের?

এখান থেকেই উঠে এসেছে সবচেয়ে বেশি মহিলার কাছে পুরুষের যৌনাঙ্গের আদর্শ মাপ কোনটি। দেখা গিয়েছে, গড়ে ৬.৩ ইঞ্চি মাপটিকে মহিলারা আদর্শ বলে মনে করছেন।

ভারতীয় পুরুষদের যৌনাঙ্গের গড় মাপ পাঁচ ইঞ্চির কিছু বেশি। কিন্তু তার মানে এই নয় যে, সেই যৌনাঙ্গ একেবারে অপছন্দের তালিকায়। কারণ নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের সমীক্ষাটি বলছে, অনেক মহিলাই শুধু দৈর্ঘ্যের উপর জোর দিতে নারাজ। তাঁদের অনেকেরই মত, বিষয়টি কিছুটা মানসিকও। শারীরিক সম্পর্কের মধ্যে যদি মানসিক তৃপ্তি মিশে থাকে তা হলে দৈর্ঘ্যের বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ থাকে না। সে ক্ষেত্রেও সুস্থ যৌন জীবন পাওয়া সম্ভব।

অন্য বিষয়গুলি:

Sexual Relation sexual fetish Sex Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE