Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Relationship

First Date Tips: ৫ ভুল: প্রেমিকার সঙ্গে প্রথম আলাপে এড়িয়ে না চললেই মুশকিল

সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রথম আলাপের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার উপরেই নির্ভর করবে আদৌ বন্ধুত্বের সম্পর্ক প্রেম পর্যায় পৌঁছবে কি না!

কারও সঙ্গে প্রথম আলাপের সময়ে আপনি যদি বারবার ফোন ঘাটেন তা মোটেই ভাল অভ্যাস নয়।

কারও সঙ্গে প্রথম আলাপের সময়ে আপনি যদি বারবার ফোন ঘাটেন তা মোটেই ভাল অভ্যাস নয়। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৪:৫১
Share: Save:

সম্প্রতি কোনও মেয়ের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয়েছে? ফোনে আলাপচারিতা বেশ জমে উঠেছে। এ বার ভাবছেন দেখা করলে মন্দ হয় না? সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রথম আলাপের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার উপরেই নির্ভর করবে আদৌ বন্ধুত্বের সম্পর্ক প্রেম অবধি পৌঁছাবে কি না!

তবে প্রথম দিনে কোন ভুলগুলি করলে আপনার সম্পর্ক শুরু হওয়ার আগেই বিগড়ে যেতে পারে?

১) ধরুন প্রথম ডেটে আপনি কোনও রেস্তরাঁয় খেতে গেলেন। বান্ধবীর সঙ্গে কথাবার্তা বেশ ভালই জমছিল! খাবার আসতে দেরি হওয়ায় আপনি সেখানকার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে বসলেন। এই আচরণ কিন্তু আপনার বান্ধবীর মনে অসন্তোষ তৈরি করতে পারে। আপনার ব্যবহারেই প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্ব।

২) কারও সঙ্গে প্রথম আলাপের সময়ে আপনি যদি বারবার ফোন ঘাটেন তা মোটেই ভাল অভ্যাস নয়। এতে অপরজন বিরক্ত হতে পারে। প্রথম আলাপে একে অপরের সঙ্গে বেশি করে সময় কাটাতে পারলে ভাল। খুব প্রয়োজনীয় ফোন না এলে ফোন না ধরাই ভাল। একে অপরের বিষয়ে জানার চেষ্টা করন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

৩) প্রথম আলাপেই নিজেকে নিয়ে দম্ভ দেখাবেন না। বান্ধবীর পছন্দ-অপছন্দের বিষয়ে জানার আগ্রহ দেখান। সারা ক্ষণ নিজের সম্পর্কে বলে চললে তিনি আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। প্রথম আলাপেই নিজেদের প্রাক্তন নিয়ে বিশেষ আলোচনা না করাই ভাল।

৪) খাবার অর্ডার করার আগে বান্ধবীর পছন্দ জেনে নিতে ভুলবেন না। খুব ভাল হয় যদি আপনি আপনার বান্ধবীকে তাঁর পছন্দ মতো খাবার অর্ডার করতে বলেন। খাবরের শেষে বিল মেটাতে ভুলবেন না যেন! তবে দেখে নিন বান্ধবীও বিলের অর্ধেক দিতে ইচ্ছুক কি না। যদি হন, তা হলে জোর করে নিজে পুরোটা দিতে যাবেন না। কারণ অনেক স্বনির্ভর মেয়েরা তা একদমই পছন্দ করেন না।

৫) হালকা ঠাট্টা তামাশা করতে পারেন। কিন্তু তা যেন চটুল না হয় বা অসম্মানজনক না হয়ে ওঠে, সেটা মাথায় রাখতে হবে। বুদ্ধিদীপ্ত কথা বলার চেষ্টা করুন।

অন্য বিষয়গুলি:

Relationship Relationship Advice
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE