সুপাত্র কে? প্রতীকী ছবি
খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র-পাত্রীর খোঁজ নতুন নয়। সেই বিজ্ঞাপনে লেখা পাত্র-পাত্রীর গায়ের রঙের বর্ণনা কিংবা জাতপাতের উল্লেখ নিয়ে কম হয়নি বিতর্কও। তেমনই একটি বিজ্ঞাপন ঘুরপাক খাচ্ছে টুইটারে। এ ক্ষেত্রে আলোচনার বিষয় পাত্রের পেশা।
সমীর অরোরা নামের এক ব্যক্তি বিজ্ঞাপনের ছবিটি প্রকাশ করেছেন টুইটারে। তাতে লেখা রয়েছে, ‘ধনী পরিবারের ফর্সা ও সুন্দরী কন্যার জন্য পাত্র চাই।’ ২৪ বছর বয়সি পাত্রীর জন্য আইএএস, আইপিএস, চিকিৎসক কিংবা শিল্পপতি পাত্র চাওয়া হয়েছে। পাত্রকে হতে হবে একই জাতের। এর পরই বিজ্ঞাপনটিতে লেখা হয়েছে, ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ররা যোগাযোগ করবেন না।’
বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। নেটাগরিকদের কেউ লিখেছেন, ‘চিন্তা করবেন না ইঞ্জিনিয়রেরা নিজেরাই পাত্রী খুঁজে নেয়।’ কারও আবার আক্ষেপ, ‘আমরা ইঞ্জিনিয়রেরা কি এতই খারাপ?’ কেউ আবার ছদ্ম কটাক্ষ করে টুইটারে লিখেছেন, ‘সফটওয়্যার ইঞ্জিনিয়রেরা বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেলেন।’ বিজ্ঞাপনটি কবের বা কোথাকার, তা অবশ্য জানা যায়নি।
Future of IT does not look so sound. pic.twitter.com/YwCsiMbGq2
— Samir Arora (@Iamsamirarora) September 16, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy