বহু পরিবারে পোষ্য বাড়িরই একজন সদস্য হয়ে ওঠে। সারমেয়কে নিজেদেরই একজন মনে করেন বাড়ির লোকেরা। ফলে অনেকেই পরিবারের অন্যদের মতো তার জন্মদিনটিও কেক কেটে, আনন্দ-উচ্ছ্বাস করে পালন করতে চান। কিন্তু মানুষের জন্মদিন যে ভাবে পালন করার হয়, সে ভাবে কি সারমেয়রও জন্মদিন পালন করা চলে? উচ্ছ্বাসে ভেসে কোন কাজগুলি করলে পোষ্যের জন্য ঝুঁকি হতে পারে? কী ভাবে সারমেয়কে খুশি করতে তার জন্মদিন উদ্যাপনের পরিকল্পনা করবেন?
১. কেক কেটে সারমেয়র জন্মদিন পালন করতে চান? তবে মানুষের আর পোষ্যের কেক কিন্তু আলদা হয়। চকোলেট, মিষ্টি দেওয়া কেক কুকুরের পক্ষে ক্ষতিকর হতে পারে। আর এমন লোভনীয় খাবার পেলে সারমেয় খেয়ে ফেলবে, সেটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে পোষ্যের জন্য তৈরি বিশেষ কেক আনানো জরুরি। তবে সেই কেকও দিতে হবে মেপে। কেকের সঙ্গে মোমবাতি জ্বালানোর পরিকল্পনাও বাদ দেওয়া ভাল। পোষ্য আচমকা লাফালাফি করতেই পারে, তাতে বিপদ ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
আরও পড়ুন:
২. পোষ্যের জন্মদিন পালনে চকোলেট, চিপ্স, মুখরোচক খাবার টেবিলে সাজিয়ে রাখলেও সমস্যা হতে পারে। সামনে পেলে এ সব খাবার সে খেয়ে নিতে পারে। কিন্তু সেগুলি শরীরের জন্য মোটেই ভাল হবে না। তা ছাড়া, জন্মদিন বলে অঢেল চকোলেট খাওয়ালেও ক্ষতি হতে পারে স্বাস্থ্যের।
৩. শুধু ঘরের লোকজন মিলে জন্মদিন পালন এক রকম ব্যপার, কিন্তু অচেনা লোকজন সেখানে উপস্থিত থাকলে, হইহট্টগোলে সারমেয় কী ভাবে প্রতিক্রিয়া জানাবে, তা কিন্তু সকলেরই অজানা। হতেই পারে এমন পরিবেশ তার পক্ষে স্বস্তিদায়ক নয়। জোরে গান বাজানো, হইচই সারমেয়রা পছন্দ না-ও করতে পারে। ভয় পেয়ে যেতে পারে। তার প্রভাব তাদের আচরণে শুধু নয়, শরীরেও পড়তে পারে।
৪. জন্মদিন উদ্যাপনে ফেনার মতো স্প্রে, সশব্দে বেলুন ফাটানোর মতো অনেক কিছুই করা হয়। তবে মানুষের জন্য যা আনন্দের, সারমেয়র ক্ষেত্রে সেটাই বিপদ ডেকে আনতে পারে। জন্মদিনের পার্টির জন্য কী দিয়ে ঘর সাজাচ্ছেন, ভেবে নিন। ফোম, বেলুন, ঘর সাজানোর বাজারচলতি প্লাস্টিকের জিনিসপত্র পোষ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
তা হলে কী ভাবে পোষ্যের সঙ্গে দিনটি কাটাবেন?
পোষ্যের ভাল লাগার বিষয়গুলি বোঝা দরকার। সে যদি বাড়ির লোকেদের সঙ্গতে খুশি থাকে তা হলে সকলে মিলে তাকে নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন। বেশি সময় নিয়ে তার সঙ্গে খেলাধুলোও করতে পারেন।
কুকুরের উপযোগী কেক কাটার ব্যবস্থা করতে পারেন। দিতে পারেন সারমেয়দের উপযোগী কেনা খাবার। সাধারণত কুকুরের জন্য তৈরি খাবার তারা খেতে বেশ ভালবাসে।
খেলনা, উপহার কিনলেও, সারমেয় আনন্দ পেতে পারে। আরাম পেতে সব কুকুরই ভালবাসে। এই দিনটিতে তাকে পোষ্যের গ্রুমিং-এর জন্য তৈরি ‘পার্লার’-এও নিয়ে যেতে পারেন।