এই সেই গাড়ি। ছবি: সংগৃহীত
প্রবল দাবদাহ থেকে বাঁচতে নিজের গা়ড়িতে গোবর লেপে দিলেন পুণের এক ব্যক্তি। গোবরের পুরু আস্তরণ দেওয়া মারুতি গাড়ির ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। গরম থেকে বাঁচতে এমন ব্যবস্থা অভিনব বলে মনে করছেন অনেকেই। গাড়ির চাকা থেকে ছাদ পর্যন্ত পুরোটাই ঢেকেছেন গোবর দিয়ে।
গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে বাঁচতে গ্রাম অঞ্চলের অনেক মাটির বাড়িতেই গোবর লেপে দেওয়া হয়। গোবর দিয়ে মাটির ঘরও মোছা হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই মূলত ওই ব্যক্তি গাড়িতেও গোবরের প্রলেপ দিয়েছেন। তবে এর বিজ্ঞানভিত্তিক কোনও বৈধতা এখনও মেলেনি। মাটির বাড়ি ঠান্ডা রাখলেও ধাতব যন্ত্রপাতি দিয়ে তৈরি গাড়ি গোবর ঠান্ডা করতে আদৌ কতটা কার্যকরী তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে। তবে গরম থেকে বাঁচতে গাড়িতে গোবর লেপে দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে আমদাবাদের এক মহিলা তাঁর গাড়ি গোবর দিয়ে ঢেকে দিয়েছিলেন। ওই মহিলাও দাবি করেন, শুধু গাড়ি নয়, দাবদাহ থেকে বাঁচতে তিনি বাড়ির মেঝেতেও গোবর লেপে দিয়েছেন। তা হলে গাড়ি কেন বাদ যাবে?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy