প্রিয়ঙ্কা চোপড়ার ফ্যাশনবোধ নিয়ে বিতর্ক থাকার কথা নয়। তিনি ইতিমধ্যেই তাঁর সাজগোজে প্রমাণ করেছেন, ফ্যাশন বিষয়টি তাঁর করতলে আমলকি। হয়তো তাই তিনি বিকিনি ব্লাউজ় দিয়ে শিফন শাড়ি পরলেও তা দেখে চোয়াল ঝুলে যায় ফ্যাশনবোদ্ধাদের। আবার সেই তিনিই এক বিশাল মাপের ট্রেঞ্চকোর্ট পরে বিদেশি ফ্যাশনের প্রদর্শনীতে হাজির হলে মুগ্ধ হয় আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়া। ৪২ বছর বয়সের অভিনেত্রীকে নিজেদের প্রতিনিধি হিসাবে বেছে নেয় সাজপোশাক এবং গয়নার আন্তর্জাতিক নামজাদা ব্র্যান্ড। প্রিয়ঙ্কা আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকার প্রচ্ছদেও ধরা দেন। কাজের সূত্রে আপাতত তিনি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। সম্প্রতি হঠাৎই তাঁকে দেখা গেল জয়পুরে!

হাওয়া মহলের সামনে সেই ক্যাফের ছাদে শুটিঙে ব্যস্ত প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।
প্রিয়ঙ্কা মাঝে মধ্যেই দেশে আসেন। কখনও তাঁর পারিবারিক প্রযোজনা সংস্থার কাজের সূত্রে, কখনও নেহাৎই পরিবারের সঙ্গে সময় কাটাতে। জয়পুরে অবশ্য তিনি এসেছিলেন এক আন্তর্জাতিক ফ্যাশন জুয়েলারি ব্র্যান্ড 'বুগেরি'র ডকুমেন্টারির শুটিংয়ে।
জয়পুরের ওই শুটিংয়ে বিদেশ থেকে এসেছিলেন 'বুগেরি'র ক্রিয়েটিভ ডিরেক্টর লুসিয়া সিলভেস্ট্রি। তাঁর সঙ্গেই জয়পুরে হাওয়ামহলের ঠিক বিপরীতে একটি ক্যাফেতে শুটিংয়ে হাজির হয়েছিলেন প্রিয়ঙ্কা। পরে সম্ভবত লুসিয়াকে নিয়ে তিনি নিজের দেশের ওই শহর ঘুরিয়ে দেখাতেও বেরোন। সেই সফরেরই একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করেছেন লুসিয়া। তাতে প্রিয়ঙ্কার পরনে যে পোশাক দেখা গিয়েছে, তা নিয়েই আপাতত আলোচনা চলছে ভারতীয় ফ্যাশন মহলে। তার কারণ প্রিয়ঙ্কা যে স্কার্টটি পরেছেন, সেটির দাম আড়াই লক্ষ টাকা!

বুগেরির ক্রিয়েটিভ ডিরেক্টর লুসিয়া সিলভেস্ট্রির সঙ্গে প্রিয়ঙ্কা। ছবি: সংগৃহীত।
স্কার্টের দাম শুনে মনে হতেই পারে, কী এমন বিশেষত্ব ওই স্কার্টের। স্কার্টটি যে কেতাদুরস্ত সে ব্যাপারে সন্দেহ নেই। ইদানীং ‘অপ্সরা ফ্যাশন’ নিয়ে হইচই হচ্ছে। ‘অপ্সরা স্কার্ট’ ফ্যাশন দুনিয়ার নতুন ‘ট্রেন্ড’গুলির একটি। রূপকথা বা পুরাণে বর্ণিত অপ্সরাদের যে কল্পচিত্র আঁকা হয়, সেখানে তাদের নিম্নাঙ্গে যেমন পোশাক থাকে, অপ্সরা স্কার্ট দেখতে অনেকটা তেমনই। প্রাচীন সভ্যতার বিভিন্ন ভাস্কর্যেও ওই ধরনের পোশাক পরে দেখা গিয়েছে নর্তকীদের। প্রিয়ঙ্কার স্কার্টটিও দেখতে খানিকটা সেই রকম। সাদা এবং কমলা রঙের চেক ছাপের স্কার্টটি তৈরি হয়েছে লিনেন এবং ভিসকোস দিয়ে। প্রিয়ঙ্কা স্কার্টটি স্টাইল করেছেন একটি দুধসাদা টপ, বেইজ রঙের হ্যাট এবং খুব সরু দু’টি নেকলেস দিয়ে।

‘দ্য রো’-এর সংগ্রহের সেই স্কার্ট, যার দাম আড়াই লক্ষ টাকা। ছবি: সংগৃহীত।
স্কার্টটি আমেরিকার বিলাসবহুল ফ্যাশন পণ্যের ব্র্যান্ড ‘দ্য রো’-এর সংগ্রহ থেকে নেওয়া। স্কার্টটির নাম দ্য এসপারনেজ়া স্কার্ট। আড়াই লক্ষ টাকা দাম হলেও কেউ কেউ অবশ্য বলছেন, স্কার্টটির সঙ্গে বাঙালির প্রিয় গামছার চেকের মিল রয়েছে।