অ্যালার্ম দিয়ে রাখলেও ঘুম ভাঙে না? কানের কাছে অ্যালার্ম বাজতে বাজতে কখন থেমে যায় বুঝতেই পারেন না? নাকি অ্যালার্ম বাজলে তা বন্ধ করে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়েন?
চিন্তিত হওয়ার কিছু নেই। এই সমস্যা অনেকেরই। তবে সমাধানও হাজির। ‘ইজেক্টর বেড’ ঘুম ভাঙিয়ে দেবে সময় মতোই। স্বয়ংক্রিয় এই খাটে অ্যালার্ম বাজবে এত জোরে, যে ঘুম ভাঙবে না এমন হতেই পারে না। আর ঘুম ভাঙা সত্ত্বেও অ্যালার্ম বন্ধ করে পাশ ফিরে শোবেন, সে উপায়ও নেই। কারণ ইজেক্টর বেড আপনাকে শুয়ে থাকতে দেবে না। নিজেই কাত হয়ে খাট থেকে ফেলে দেবে আপনাকে।
অবাক লাগছে? অবাক হওয়ার মতোই বিষয়। কিন্তু ইজেক্টর বেড বেশ কার্যকরী সময়ে ঘুম বাঙিয়ে দেওয়ার জন্য। এই খাট দেখতে সাধারণ খাটের মতোই। শুধু খাটের ব্যাকরেস্টের মাথায় দু’প্রান্তে দু’টি ফ্লাশার লাইট লাগানো থাকে। নির্দিষ্ট সময়ে অ্যালার্মের ঘড়ি বেজে উঠলেই ইজেক্টর বেডের নিজস্ব অ্যালার্ম সাউন্ডগুলো তুমুল শব্দে বাজতে থাকবে। ব্যাকরেস্টের দু’প্রান্তে লাগানো ফ্লাশার জ্বলে উঠবে। এই আওয়াজ এবং আলোর ঝলকানি অগ্রাহ্য করে যে শুয়ে থাকবেন, তার উপায় নেই। কারণ বিছানা ছেড়ে উঠে পড়ার জন্য আপনাকে অল্প একটু সময় দেবে খাট। তার পর হাইড্রলিক প্রেশারে আচমকা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে খাটটা। অ্যালার্ম অগ্রাহ্য করে যিনি শুয়ে রয়েছেন, তাঁকে সজোরে নীচে পড়তে হবে।
দেখুন ভিডিও:
সময় মতো ঘুম ভাঙানোর জন্য এর চেয়ে কার্যকরী ডিভাইস আর কিছু হতেই পারে না। বলছেন নির্মাতারা। ব্যবসায়িক ভাবে এই ইজেক্টর বেড এখনও বাজারে তেমন ভাবে বিক্রি করা শুরু হয়নি। তবে ইজেক্টর বেডের ভিডিও ইউটিউবে আপলোড হতেই তা নিয়ে যে পরিমাণ উৎসাহ দেখা দিয়েছে গোটা পৃথিবীতে, তাতে নির্মাতা এই ইজেক্টর বেডের জনপ্রিয়তা সম্পর্কে বেশ আশাবাদী।
আরও পড়ুন:
খুশি থাকতে হলে জীবন থেকে যে ১০ বিষয় ‘লেট গো’ করতেই হবে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy