Picture of Hagigi and Ahammedi ছবি: সংগৃহীত
বছর দশেক আগে নারী স্বাধীনতার দাবিতে ইরানের রাস্তায় নেচেছিলেন ব্লগার দম্পতি আস্তিয়াজ হাগিগি এবং আমির মোহম্মদ আহমাদি। শাস্তিস্বরূপ দু’জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল ইরান সরকার। সম্প্রতি জেলমুক্তি হয়েছে তাঁদের। এই মুক্তির উদ্যাপন করতে ফের তেহরানের রাস্তায় নাচলেন হাগিগি এবং আহমাদি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো।
ইরানের নারীদের স্বাধীনতা খর্ব করেছে সে দেশের সরকার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অধীনে স্বাধীনতা শুব্দটি যে ভুলতে বসেছে সেখানকার বাসিন্দারা। নারীর স্বাধীনতা যে দেশে খর্ব, সেখানেই নারী স্বাধীনতা আদায়ের দাবিতে নারী হয়ে রাস্তায় নাচ করায় সরকারের রোষের মুখে পড়েছিলেন পেশায় ব্লগার আহমাদি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী হাগিগিও। গত বছর নভেম্বর মাসে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সি এক তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন এই যুগল। প্রতিবাদের ভাষা হিসাবে তাঁরা নাচকেই বেছে নিয়েছিলেন। একে তো রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ, অন্য দিকে, প্রকাশ্য রাস্তায় নাচ। শাস্তি পেয়েছিলেন দু’জনেই।
For the crime of dancing, these two young Iranians have been sentenced to 10 years and 6 months in prison.#AstiyazhHaghighi 21 & #AmirMohammadAhmadi,
— Masih Alinejad (@AlinejadMasih) January 30, 2023
22 danced in the streets in support of #WomanLifeFreedom revolution in Iran.
They don’t deserve such brutality.#MahsaAmini pic.twitter.com/Bs9VxqnxFV
সরকার বিরোধী প্রতিবাদে অংশ নেওয়া ছাড়াও সাইবারস্পেস ব্যবহার করারও অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। ইরান ছেড়ে যাওয়ার বিষয়ে দু’বছরের নিষেধাজ্ঞা জারি হয়েছে তাঁদের উপর। এ ছাড়াও ভূরি ভূরি অভিযোগ আনা হয়। দু্র্নীতি এবং প্রকাশ্যে পতিতাবৃত্তিকে উৎসাহিত করার অভিযোগও আনা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy