Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Raksha Bandhan Gift

রাখির উপহার এখনও কিনে উঠতে পারেননি? শহরের কোথায় কী পাওয়া যাচ্ছে?

কী উপহার দিলে মুখে হাসি ফুটবে ভাই-বোনের, তা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। কোথা থেকে কী কিনলে সেই চিন্তা দূর হবে, রইল তার খোঁজ।

Symbolic Image.

রাখির উপহার হোক মনের মতো। ছবি:সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৯:১১
Share: Save:

বাঙালির বারো মাসের তেরো পার্বণের অন্যতম একটি উৎসব হল রাখিবন্ধন। সারা বছর ভাইবোনের সঙ্গে খুনসুটি আর ঝগড়াঝাটি এক সুতোয় বেঁধে নেওয়ার দিন হল রাখিপূর্ণিমা। অন্য সময়ে ঝগড়া করলেও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। বাঙালির উৎসব মানেই ভূরিভোজের একটা বিশাল পর্ব থাকে। সঙ্গে উপহার বিনিময়ও। তবে কী উপহার দিলে মুখে হাসি ফুটবে উল্টো দিকের মানুষটির, তা বোঝা শক্ত। কোথা থেকে কী উপহার কিনতে পারেন?

ক্র্যাফ্ট কফি

মাঝেমাঝেই অনেকেই কফি খেতে ঢুঁ মারেন ‘ক্র্যাফ্ট কফি’-তে। ভাই অথবা বোন যদি চকোলেট খেতে ভালবাসেন, তা হলে আর চিন্তা করার দরকার নেই। সেখান থেকেই কিনে নিতে পারেন রাখির উপহার। নানা ধরনের বাহারি চকোলেটে ছাড়াও দিতে পারেন নানা স্বাদের কফিও। চকোলেট এবং কফির দাম শুরু হচ্ছে ৭৯৯ টাকা থেকে।

gift image.

ক্র্যাফ্ট কফির কফি এবং ইয়েলো স্ট্রয়ের জুস। ছবি: সংগৃহীত।

ইয়েলো স্ট্র

‘ইয়েলো স্ট্র’-ও সেজে উঠেছে নানা উপহারের সম্ভারে। স্বাস্থ্যসচেতন ভাইবোনের জন্য কিনতে পারেন জুস, স্যালাড ব্যাগ, ফ্রুট অ্যান্ড নাট মিক্স স্যালাড, বিভিন্ন ধরনের শেক। সবগুলির দামই ১০০০- ১৫০০ টাকার মধ্যে। সবগুলি কিনে একটা ভাল ব্যাগে ভরে দিলে দারুণ একটি গিফট হ্যাম্পার হতে পারে।

ইনক্রিতি

রাখিবন্ধন উপলক্ষে ‘ইনক্রিতি’ সম্ভারও সেজে উঠেছে নানা নতুন নকশার পোশাকে। ভাইয়ের জন্য কিনতে পারেন তাঁর পছন্দের রঙের কুর্তা। আবার দিদি কিংবা বোনের হাতে তুলে দিতে পারেন কাপড়ে তৈরি পোশাক। ভাইবোনের কো-অর্ড সেটও পেয়ে যাবেন এখানে।

নেস্তাশিয়া

রাখিবন্ধনের উপহার বাছাই করতে সত্যিই নাজেহাল হয়ে পড়েন ভাইবোনেরা। এ বছর যাতে ততটাও মুশকিলে পড়তে না হয়, সে জন্য ‘নেস্তাশিয়াস’ –এ থাকছে দারুণ সব উপহার। প্রতিটি উপহারের নেপথ্যে একটা ভাবনা রয়েছে। উল্টো দিকের মানুষটি উপহার পেয়ে যাতে মুখে হাসি ফুটে ওঠে, সে কারণেই নতুনত্ব উপহার থাকছে এখানে।

উপহার হিসাবে সুগন্ধি মন্দ নয়। নিজের সংগ্রহে অনেকগুলি থাকলেও নতুন একটি হলে খুশিই হন অধিকাংশে। ১০০ শতাংশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এখানকার সুগন্ধি। এই সুগন্ধির দাম ১২০০ টাকার ধারকাছে।

gift image.

নেস্তাশিয়ার উপহার। ছবি: সংগৃহীত।

বোন কিংবা দিদি কি রূপচর্চা করতে ভালবাসেন? তা হলে তাঁকে দিতে পারেন মেক আপ ব্যাগ। তবে শুধু ব্যাগ না দিয়ে তাতে ভরে দিতে পারেন কয়েকটি প্রসাধনী। এমন উপহার পেয়ে সত্যিই খুশি হবেন বোন। ব্যাগ এবং প্রসাধন সামগ্রী-সহ দাম পড়বে ২৩০০ টাকার কাছাকাছি।

ভালবেসে যা-ই দেবেন, তা-ই উপহার। তবু যাঁকে দিচ্ছেন, কেনার সময়ে তাঁর পছন্দের বিষয়টি মাথায় রাখা জরুরি। কফি পট এবং এসপ্রেসো কাপ কিন্তু উপহার দিতে পারেন। কফি খেতে ভালবাসেন কমবেশি সকলেই। ফলে পছন্দই হবে এমন উপহার। এই গোটা সেটটির দাম পড়বে ২৩০০ টাকা মতো।

উপহারের তালিকায় রয়েছে ড্রাই ফ্রুটসও। কাঠবাদাম, কাজু, কিশমিশ ছাড়াও আরও বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর সাজানো-গোছানো এবং স্বাস্থ্যকর একটি উপহার কিন্তু দিতেই পারেন ভাইবোনকে।

অন্য বিষয়গুলি:

Raksha Bandhan Gift Raksha Bandhan Gift Ideas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy