কলারে ঘামের দাগছোপ পড়ে যাওয়ার কারণে অনেকেই হালকা রঙের শার্ট পরতে ভয় পান। ওয়াশিং মেশিনে কাচলেও কলারের দাগ সহজে দূর হতে চায় না। ঘাম জমে জামার কলারে স্পষ্ট হয় দাগের রেখা। ডিটারজেন্ট-এর দ্বারস্থ হয়েও বিশেষ লাভ হয় না। তবে ঘরোয়া টোটকায় ভরসা রাখলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
বেকিং সোডা
প্রথমে শার্টটি জলে ভিজিয়ে রাখুন। তার পর দাগের উপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছড়িয়ে নিন। একটি নরম ব্রাশ দিয়ে দু’মিনিট ঘষুন। নোংরা উঠে যাবে। যেকোনও দাগছোপ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। তাই বেকিং সোডায় ভরসা রাখতে পারেন চোখ বন্ধ করে।
বাসন মাজার সাবান
যে তরল সাবান দিয়ে বাসন মাজা হয়, তা পোশাকের নোংরা দাগও তুলে দিতে পারে। সামান্য সাবান কলারে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। তার পর ভাল করে জল দিয়ে কেচে নিন। কলারের দাগ উঠে যাবে।
লেবুর রস
শার্টের কলারে লেবুর রস লাগিয়ে মিনিট দশেক রেখে দিন। দাগ ফিকে করতে লেবুর রস সত্যিই দারুণ উপকারী। দশ মিনিট পরে সাবান জলে কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।