Advertisement
০৫ নভেম্বর ২০২৪

জামায় চিউইং গাম লেগে গেছে? কী ভাবে ছাড়াবেন সহজে

কখনও রাস্তা ঘাটে ছেলে মেয়েরা দুষ্টুমি করে লাগিয়ে দেয়, কখনও বা বন্ধুরা ইয়ার্কি মেরে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পোশাকে লাগিয়ে দেন। তবে বাড়ি ফিরে যদি দেখেন জামায় সেঁটে আছে অবাঞ্ছিত চিউইং গাম তা হলে একটু আধটু মাথা গরম হয় বৈকি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ১৪:৫৮
Share: Save:

কখনও রাস্তা ঘাটে ছেলে মেয়েরা দুষ্টুমি করে লাগিয়ে দেয়, কখনও বা বন্ধুরা ইয়ার্কি মেরে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পোশাকে লাগিয়ে দেন। তবে বাড়ি ফিরে যদি দেখেন জামায় সেঁটে আছে অবাঞ্ছিত চিউইং গাম তা হলে একটু আধটু মাথা গরম হয় বৈকি। সেই রাগই বাড়তে থাকে যখন চিউইং গাম ছাড়াতে পারেন না জামা থেকে। তাই টানাটানি না করে বা প্রথমেই কাচতে না গিয়ে জেনে নিন চিউইং গাম ছাড়ানোর সহজ উপায়। এই পাঁচ ধাপ মেনে চললেই জামা থেকে ছেড়ে যাবে চিউইং গাম।

১। ভাঁজ: প্রথমে চিউইং গাম লাগা পোশাক ছোট করে ভাঁজ করে নিন। এমন ভাবে ভাঁজ করবেন যাতে চিউইং গাম লাগা অংশ উপরের দিকে থাকে ও অন্য কোনও অংশের সঙ্গে লেগে না থাকে।

২। প্লাস্টিক ব্যাগ: ভাঁজ করা জামা প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। জিপ লক ব্যাগ হলে সবচেয়ে ভাল। না থাকলে এমনি সাধারণ ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাগে ভরে নিন।

৩। সিল: জিপ লক ব্যাগ হলে তো কোনও অসুবিধাই নেই। না হলে প্লাস্টিক ব্যাগের মুখ ভাল করে সিল করে দিন।

৪। ফ্রিজ: এ বার জামা ভরা প্লাস্টিক ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। এতে চিউইং গাম শুকিয়ে শক্ত হয়ে জামা থেকে ছেড়ে আসবে সহজে।

৫। স্ক্র্যাপ: ফ্রিজ থেকে বের করে পাতলা ছুরি বা চামচের পিছন দিয়ে আলতো করে জামা থেকে চিউইং গাম তুলে নিন।

এ বার জামা কেচে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন: প্রস্রাবের রং বলে দেবে কী অসুখ হয়েছে আপনার

অন্য বিষয়গুলি:

clothes chewing gum wash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE