Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
No Makeup

Eid Makeup: এবারের ইদ কাটছে বাড়িতেই? ছিমছাম সাজেও থাক উৎসবের ছোঁয়া

দেখে মনে হবে মেকআপ করেননি। অথচ সেই সাজের পিছনেও বেশ খানিকটা পরিশ্রম করতে হবে।

সোনম কপূরের ন্যুড মেকআপে রয়েছে উৎসবের ছোঁয়া।

সোনম কপূরের ন্যুড মেকআপে রয়েছে উৎসবের ছোঁয়া। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৮:৪৭
Share: Save:

এবারের ইদে হয়তো বড় দাওয়াত বসবে না। খুব বেশি আত্মীয়দের বাড়ি ঘোরাও যাবে না। কিন্তু নিজের পরিবারের সঙ্গে বাড়িতেই ইদ পালন করছেন বলে কি সাজগোজ করতে মানা? একদমই নয়। নতুন পোশাকের সঙ্গে চাই নতুন মেকআপও। এ বছর ইদে ‘ন্যুড মেকআপ’ করে দেখুন। মানে, মনে হবে কোনও মেকআপ করেননি। অথচ চেহারায় থাকবে উৎসবের আলো। তবে এই মেকআপ দেখতে যতটা ছিমছাম, আসলে কিন্তু বেশ খানিকটা পরিশ্রম লাগবে। জেনে নিন কী করে করবেন।

১। এই মেকআপের জন্য প্রয়োজন উজ্জ্বল ত্বক। ভাল করে মুখ পরিষ্কার করে কোনও ঘরোয়া উপটান ব্যবহার করে নিন। তারপর বরফ ঘষে ত্বক মশ্রিণ করে নিন। এতে মেকআপ বসবে ভাল।

২। ভাল করে ময়েশ্চারাইজার লাগিয়ে প্রাইমার লাগান। ত্বকের গর্তগুলো তুলনামূলক ভাবে কম লাগবে এমন কোনও প্রাইমার ব্যবহার করতে পারেন।

৩। প্রাইমারের পর প্রয়োজন ফাউন্ডেশনের। ত্বকের রং অনুযায়ী বেছে নিন। এই মেকআপে ম্যাট ফাউন্ডেশন চলবে না। ডিউয়ি ফাউন্ডেশন বেছে নিন।

৪। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কনসিলার দিয়ে চোখের কালি, চেহারার দাপছোপ, ঠোঁটের চারপাশে কালচে ভাব ঢাকতে হবে। ভাল করে মিলিয়ে নিন। কালার কারেক্টর ব্যবহার করতে পারেন খুব বেশি দাগছোপ থাকলে।

আলিয়া ভট্ট

আলিয়া ভট্ট

৫। প্রিয় ব্লাশ গালে এবং নাকের উপরে লাগান।

৬। লিক্যুইড হাইলাইটার এই সাজের জন্য আদর্শ। গালের হাড়, নাকের উপর এবং ভ্রু বরাবর লাগান।

৭। চোখের জন্য ত্বকের কাছাকাছি রঙের শিমারি আইশ্যাডো বেছে নিন।

৮। ভাল করে মাস্কারা লাগন। কাজল দেবেন না। তবে আইলাইনার চাইলে লাগাতেই পারেন। উৎসবের দিনে বলে কথা।

৯। ভ্রু-জোরা ভাল করে আইব্রো পেন্সিল দিয়ে এঁকে ভরাট করুন। আইব্রো ব্রাশ দিয়ে ভাল করে আঁচ়ড়ে নিন।

১০। ঠোঁটে কোনও গ্লসি ন্যুড লিপস্টিক লাগান। গোলাপি, কমলা, মেটে রং, পিচ, বাদামি— পছন্দের যে কোনও শেড বেছে নিন।

অন্য বিষয়গুলি:

Beauty Tips Make up eid No Makeup Lipstick Eyeliner Makeup Tips festive season
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy