আধার কার্ডের তথ্য হাতিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লোপাট হচ্ছে লক্ষ লক্ষ টাকা। আধার বায়োমেট্রিকের তথ্য অবলীলায় হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। চুরি যাচ্ছে আঙুলের ছাপও। গ্রাহকের অজান্তেই তাঁর আধারের তথ্যকে কাজে লাগিয়ে নানা অপরাধমূলক কাজ চলছে। এই বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্রও। সে কারণে অনলাইনেই আধারের তথ্য সুরক্ষিত করার কথা বলা হচ্ছে।
সূত্রের খবর, অপরাধীরা মূলত গ্রাহকদের বায়োমেট্রিকের তথ্য ‘ক্লোন’ করছে। প্রতারিত গ্রাহকদের দাবি, প্রাথমিক ভাবে তাঁরা চুরির কথা ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না। যত ক্ষণে বিষয়টি সামনে আসছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। সে কারণেই আধার গ্রাহকদের অনলাইনে তথ্য ‘লক’ করে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।
আধার তথ্য লক করবেন কী ভাবে?
আধারের ওয়েবসাইট ‘এমআধার’-এর মোবাইল অ্যাপের মাধ্যমে লক করা যাবে বায়োমেট্রিক্স তথ্য।
প্রথমে আধারের ওয়েবসাইটে যেতে হবে। লগইন করার পরে ‘আধার সার্ভিস’-এ ক্লিক করতে হবে।
স্ক্রল করে ‘লক/আনলক বায়োমেট্রিক্স’ অপশনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। সেখানে লেখা নির্দেশিকা পড়ে ‘নেক্সট’-এ ক্লিক করতে হবে।
একটি লগইন পেজ খুলবে যেখানে নিজের নাম, পিন কোড, ক্যাপচার কোড লিখতে হবে।
এর পর ‘সেন্ড ওটিপি’-তে ক্লিক করলে তা ভেরিফিকেশনের পরে আপনার আধার বায়োমেট্রিকের তথ্য ‘লক’ হয়ে যাবে।
‘এমআধার’ অ্যাপ থেকে বায়োমেট্রিকের তথ্য লক করতে চাইলে, মেনু থেকে বায়োমেট্রিক সেটিং-এ গিয়ে ‘এনেবল বায়োমেট্রিক লক’-এ ক্লিক করলে ফোনে ওটিপি আসবে। ওই ওটিপি দিলেই তথ্য লক হয়ে যাবে।