কাল সুতমা আপিসে লাল টিউনিক পরে চমকে দিয়েছে। অমনি নিউ মার্কেট ঢুঁড়ে ঠিক সে রকম একখানা টিউনিক কিনে তবে বাড়ি! কিংবা ধরা যাক, পাশের বাড়ির টিনার হেয়ার স্টাইলে সাড়া পড়ে গিয়েছে পাড়ায়। তখনই ছুট এলাকার সেরা পার্লারে। এমন অভ্যাস আছে নাকি? আর তার জন্য পরিচিত মহলে জুটে গিয়েছে ‘কপিক্যাট’ বদনাম? তা হলে এ থেকে মুক্তির উপায়? (ছবি: সাটারস্টক)
হীনম্মন্যতা ছাড়ুন: মনোবিজ্ঞানীদের মতে, হতাশাই এই ধরনের অভিব্যক্তির মূল কারণ। অন্যের কী কী আছে আর আমার কী কী নেই, এই ভাবনারই ফসল এই নকলবৃত্তি। নিজেকে নিয়ে খুশি থাকুন। মনে রাখবেন, আপনার যা যা আছে, তা কিন্তু অন্য অনেকের নেই। তাই তুলনার ফাঁদে পা দেবেন না। বরং মন ভাল রাখতে নিজের সফলতার কথা ভাবুন। ছবি: সাটারস্টক