Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Gardening Mistakes

ভরদুপুরে গাছে জল দিচ্ছেন? এমন আর কোন কোন কাজে সাধের বাগানে ক্ষতি হতে পারে?

গাছপালার বেড়ে ওঠার জন্যে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত পূরণে ভুলভ্রান্তি হলেই শুকিয়ে যেতে পারে সাধের গাছ। জেনে নিন ভুলেও করবেন না কোন ভুল?

গাছে জল দেওয়ার নিয়মকানুন জানেন তো? না হলে নষ্ট হতে পারে শখের বাগান।

গাছে জল দেওয়ার নিয়মকানুন জানেন তো? না হলে নষ্ট হতে পারে শখের বাগান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৮:২৯
Share: Save:

বাগান করার শখ হয়েছে। রকমারি গাছও বসিয়েছেন। কিন্তু সেই বাগান নষ্ট হতে দেরি হবে না, যদি কয়েকটি ভুল করে বসেন। গাছপালা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে এবং অভিজ্ঞতার অভাবে ছোটখাটো ভুলত্রুটি হয়ে যেতে পারে। আর সেই ভুলেই শুকিয়ে যেতে পারে সাধের গাছ।

ভুল কোথায় কী ভাবে হতে পারে?

সূর্যালোক

গাছপালার বেড়ে ওঠার জন্য যথেষ্ট সূর্যালোক প্রয়োজন। কিন্তু কোন গাছটি কত ক্ষণ রোদ রাখলে ঠিকমতো বাড়বে জানেন কি? আবার চারাগাছ কড়া রোদে রাখলে শুরুতেই শুকিয়ে যেতে পারে। কোনও কোনও গাছ সরাসরি সূর্যালোকে নয়, ছাউনির নীচে রাখলে ভাল থাকে। তাই গাছ বসানোর পাশাপাশি তার জন্য কতটা সূর্যালোক দরকার জেনে নেওয়া প্রয়োজন।

জল

সকালে ভুলে গিয়েছেন বলে ভরদুপুরে গাছে জল দিলেন। এতে আদৌ কি গাছের ভাল হবে? কোন গাছে কতটা জল দরকার সেটি যেমন জানতে হবে তেমনই নিয়ম মেনে জলটাও দিতে হবে। সাধারণত সকাল এবং বিকালে গাছে জল দেওয়া দরকার। সকাল ৬ টা থেকে ৮টার মধ্যে জল দেওয়া ভাল। কড়া রোদ পড়ার আগেই গোড়া ভিজে যাবে। আবার সারা দিন রোদে থাকার পর বিকালে জল দেওয়া দরকার। বেশি রাতে জল দিলে গোড়া ভিজে থাকায় ছত্রাকের আক্রমণ হতে পারে।

গাছের জন্য খুব গরম বা ঠান্ডা কোনও জলই ঠিক নয়। জল যেন ঘরের তাপমাত্রায় থাকে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বালতি বা গামলাতে সারা রাত জল ধরে রাখতে পারেন। এতে জলে থাকা দূষিত পদার্থ বা নোংরাও থিতিয়ে যাবে।

মাটি

গাছ বেড়ে ওঠার জন্য মাটি থেকেই পুষ্টি পায়। তাই মাটি খুব গুরুত্বপূর্ণ। এঁটেল, দোআঁশ নাকি বেলে মাটিতে গাছ ভাল হবে, কোন ধরনের সার দরকার হবে সেগুলি বুঝে শুরুতেই নির্দিষ্ট গাছের জন্য নির্দিষ্ট মাটি প্রস্তুত করা দরকার। মাটি ঠিক না হলে গাছের বাড়বৃদ্ধি ভাল হবে না।

কাটছাঁট

গাছের যত্নআত্তির পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। পাতার রং পাল্টে গেলে বা গাছ ঠিকমতো না বৃদ্ধি পেলে কোথায় সমস্যা হচ্ছে তা দেখা দরকার। ঝরে যাওয়া পাতা ফেলা, গাছের ডালপালা ছেঁটে দেওয়া খুব জরুরি। এ ক্ষেত্রে ভুলভ্রান্তি হলে গাছের ক্ষতি হবে পারে। তা ছাড়া কুঁড়ি, গাছের মাথা ঠিকমতো না ছাঁটলে ফুল ভাল হবে না।

অন্য বিষয়গুলি:

Gardening Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE