২২ জানুয়ারি ২০২৫
Fashion

শেরওয়ানি থেকে কুর্তা, বিয়ের মরশুমে প্রত্যেকের সাজেই থাক আধুনিকত্বের ছোঁয়া

বিয়ের মরশুমে কী পরবেন? পুরুষদের জন্য রইল বিভিন্ন পোশাকের সুলুক সন্ধান

বিয়ের মরশুমে সেজে উঠুন মান্যবরের সাজে

বিয়ের মরশুমে সেজে উঠুন মান্যবরের সাজে

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ০২:৩৯
Share: Save:

বিয়ে মানেই দারুন সাজ, জমাটি আড্ডা, আর কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া। বিয়ের মরসুম এলেই মাথায় ঘুরপাক খায় একটাই চিন্তা। কী ভাবে দারুন সেজে তাক লাগিয়ে দেওয়া যায় সব্বাইকে।

সময় যতই আধুনিক হোক না কেন, বিয়েবাড়ির সাজে বেশিরভাগ ক্ষেত্রেই এখনও কিন্তু এথনিকই সেরা। আর পুরুষদের সাজগোজের ক্ষেত্রে আজও ভরসা সেই বন্ধুরা কিংবা কোনও রূপোলি পর্দার কোনও তারকা। এই বিয়ের মরসুমে, আমরা পুরুষদের জন্য নিয়ে এসেছি এমন কয়েকটি পোশাকের সন্ধান যা নিমেষে আপনাকে করে তুলবে নজরকাড়া।

প্রথমেই আসা যাক বরের পোশাকে। এত আনন্দ আয়োজনের মূলে তো তিনিই। তাই বরের পোশাক এমন হওয়া উচিত, যা প্রত্যেকের নজর কাড়বে।

আধুনিক বিয়েতে বরের সাজে শেরওয়ানি দারুন মানানসই। আর নজরকাড়া বিয়ের শেরওয়ানির কালেকশন মানেই তো মান্যবর। সোনালি কিংবা হালকা গোলাপি রঙ, তার উপরে কাজ করা এই শেরওয়ানিগুলি নিমেষে বরের সাজকে আকর্ষণীয় করে তুলবে। সঙ্গে ঠিক এমনই সুন্দর একটি পুঁতির মালা, দু’পাশে কাজ করা ওড়না ও মানানসই জুতো — ব্যস কেল্লা ফতে!

বরযাত্রী হোক বা কনেযাত্রী, বিয়ে মানেই জমিয়ে নাচ। আড্ডা, খাওয়া দাওয়া। বাসরের রাত জেগে কতশত গল্প। এমন দিনে যদি এই যদি হালকা কাজ করা আকাশি শেরওয়ানি বা সাধারণ মাস্টার্ড রঙের পাঞ্জাবি সঙ্গী হয়, তা হলে কিন্তু মন্দ হয় না। প্রয়োজনে সঙ্গে থাকতে পারে রঙের সঙ্গে মানানসই ওড়না।

বিয়ের পোশাকে এথনিক প্রিয় হলেও বৌভাতে কিন্তু ফিউশনের দিকে ঝুঁকছে আধুনিক প্রজন্ম। আর সেই কারণেই বিয়ের মরশুমে ওয়্যারড্রোব ভারী করছে ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। প্রথাগত সাজে পাশ্চাত্যের ছোঁয়ায় সেজে উঠুন আরও একটু অন্যভাবে। অন্য স্বাদে সাজতে গেলে বেছে নিতে পারেন মান্যবরের এই কালেকশনগুলিও। সঙ্গে সঠিক আনুষঙ্গিক নিতে ভুলবেন না যেন।

সলিড ব্ল্যাক হোক বা ফ্লোরালের নকশা, বিয়ের মণ্ডপে সৌন্দর্য্যের তাঁত বুনতে পারে মান্যবরের এই শেরওয়ানিগুলিও। সঙ্গে মানানসই আনুষঙ্গিত। বিয়ের সন্ধ্যায় অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠবেন আপনিই। প্রত্যেকের নজর থাকবে আপনার দিকেই।

প্রিয় বন্ধুর বিয়ে? নাকী কোনও নিকট আত্মীয়ের? এই অনুষ্ঠানগুলি হৃদয়ের অনেকটা কাছাকাছি থাকে। এই সময় বাকিদের থেকে আলাদা তো সাজতেই হবে। শেরওয়ানি থেকে কুর্তা বা ইন্দো-ওয়েস্টার্ন, এই বিয়ের মরশুমে প্রত্যেক পোশাকেই থাকুক আধুনিকত্বের ছোঁয়া। বিয়ের প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা নজরকাড়া লুকসের জন্য বেছে নিতে পারেন মান্যবরের এই কালেকশনগুলি।

তা হলে আর দেরি কেন? বিয়ের দিন সেজে উঠুন মান্যবরের ফ্যাশনে।

এক্সক্লুসিভ কালেকশনগুলি কিনতে আজই ভিজিট করুন নিকটবর্তী স্টোরে। কিংবা লগ ইন করুন মান্যবরের ওয়েবসাইটে — www.manyavar.com

অন্য বিষয়গুলি:

Fashion Wedding Ethnic Dress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy