চুলের জন্য পেঁয়াজের রস ভাল। নতুন চুল গজাতে সাহায্য করে এই উপাদানটি। কিন্তু মাথার ত্বকে যদি খুশকি ভরে থাকে, তা হলে নতুন চুল গজাবে কী করে? কেশসজ্জা শিল্পীরা বলছেন, চুলের শত্রু হল এই ছত্রাকঘটিত সংক্রমণ। যে কারণে চুল পড়ার পরিমাণ উত্তরোত্তর বেড়ে চলে। বাইরে থেকে চুলের যতই যত্ন করুন না কেন, আগে সংক্রমণ না সারাতে পারলে হলে নতুন চুল গজানোর সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসে।
আরও পড়ুন:
তবে এই সমস্যা নিরাময় করতে পারে রসুন। রসুনের মধ্যে রয়েছে সালফার। এই উপাদানটি হেয়ার ফলিকল মজবুত করতে এবং চুল পড়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তা ছাড়াও রসুনে রয়েছে অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান, যা সংক্রমণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়াকে সহজে বাসা বাঁধতে দেয় না। কিন্তু রসুন বেটে তো মাথায় মাখা যায় না। তা হলে কী করবেন?
কী ভাবে মাথায় মাখবেন রসুনের গুঁড়ো?
নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে পরিমাণ মতো রসুনের গুঁড়ো মিশিয়ে নিন। এ বার হালকা গরম করে তা মাথার ত্বকে মেখে ফেলুন। পাঁচ-দশ মিনিট মাসাজ করতে পারলে ভাল হয়। আধ ঘণ্টা অপেক্ষা করুন। তার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত এক দিন এই মিশ্রণ মাথায় মাখুন। চুল পড়া কমবে, মাথার ত্বকে রক্ত সঞ্চালনও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
তবে রসুনের রস থেকে কারও কারও অ্যালার্জি হতে পারে। মাথার ত্বকে নানা ধরনের সমস্যাও হতে পারে। তাই এই মিশ্রণ মাথায় মাখার আগে ‘প্যাচ টেস্ট’ করিয়ে নেওয়া প্রয়োজন।