হাড় কাঁপানো ঠান্ডা আর নেই। ভারী কিছু গায়ে রাখাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। আচমকা আবহাওয়ার এই পরিবর্তনে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। সর্দি-কাশি, নাক বন্ধ এবং জ্বরে কাবু বহু মানুষ। তাই বলে হুট করে কাফ সিরাপ মুখে ঢালবেন না যেন! ওষুধও খেতে হবে না। বরং চকোলেট খান। ঢের ভাল কাজ দেবে। দাবি চিকিত্সকদের। ছবি: পিক্সাবে।
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব হালের হৃদরোগ ও শ্বাসযন্ত্র বিভাগের প্রধান অ্যালিন মরিস। সংবাদমাধ্যম ডেইলিমেল-এ একটি সমীক্ষা তুলে ধরেছেন তিনি। তাতে জানা গিয়েছে, সর্দি-কাশির নানা ওষুধ পাওয়া যায় বাজারে। কিছু ওষুধের অন্যতম উপাদান কোকো। যে ওষুধে কোকো রয়েছে, সেগুলি খেলে তাড়াতাড়ি রেহাই পাওয়া যায়। ছবি: পিক্সাবে।