শোভাবাজারের দত্তবাবুর মতো পার্টিবাজ মানুষ খুব কমই দেখা যায়। বন্ধুবান্ধবের সঙ্গে দেদার খাওয়াদাওয়া থেকে শুরু করে ভোজনরসিক মানুষটি যেন নেমন্তন্ন বাড়ির মধ্যমণি। বাড়িতেও তেলে-ঝোলে-অম্বলে থাকেন সব সময়। তা সেই দত্তবাবুর জীবনে হঠাৎ ছন্দপতন। দিব্যি সুস্থ-স্বাভাবিক ছিলেন। শরীরে কোনও রোগ নেই। কিন্তু, দিনকয়েক আগে হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে। সতর্ক না হলে এমনটা কিন্তু আমার-আপনার সকলেরই হতে পারে। অনিয়মিত জীবনযাপনের ফলে যে কোনও সময় ধেয়ে আসতে পারে বিপদ। সতর্কবাণী শোনালেন কলকাতার বিশিষ্ট কার্ডিও থোরাসিক সার্জেন অমিতাভ চক্রবর্তী। তিনি বলেন, “পেটের উপর চিনচিন করে ব্যথা হলে মুঠো মুঠো অ্যান্টাসিড খেয়ে অনেকেই তা চাপা দেন। এটা একেবারেই করা উচিত নয়। অথবা, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মনে হয় যেন বুকে পাথর চাপা রয়েছে।” তিনি জানান, এই সব সঙ্কেত মিললে সতর্ক হোন। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এগুলো ছাড়াও শরীরে আরও কয়েকটি লক্ষণ দেখা দিলে সতর্ক হোন। হার্ট অ্যাটাকের আগাম সম্ভাবনা হলেও হতে পারে। তবে এই সঙ্কেতগুলোই হার্ট অ্যাটাকের ইঙ্গিত কি না, তা নিয়ে দুনিয়া জুড়েই বহু গবেষণা চলছে। কিন্তু, সতর্ক থাকতে দোষ কী? গ্যালারিতে দেখে নিন, এমন কোন কোন লক্ষণগুলো দেখা দিলে তা অবহেলা করা উচিত হবে না।
ছবি: সংগৃহীত।
আরও দেখুন
প্রোটিন খাওয়ার সময় যে পাঁচ ভুল আমরা করি
আরও পড়ুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy