ছোট থেকে একসঙ্গে লড়াই-ঝগড়া-খুনসুটি আদর করে বড় হয়েছে যে ভাই, তার বিয়ে। যেকোনও দিদির কাছেই দিনটি আনন্দের। তবে বাড়ির বিয়ে মানে তো শুধু বিয়ে নয়, উৎসব। তার জন্য একটু বাড়তি দায়িত্ব যেমন সামলাতে হয়। তেমন সব সামাল দিয়ে একটু বেশি সাজগোজও করতে হয়। যেকোনও সংস্কৃতিতেই ভাইয়ের বিয়েতে দিদিরা সাজেগোজে, চুটিয়ে আনন্দ করে। আর দিদি যদি হন প্রিয়ঙ্কা চোপড়া, তবে তাঁর সাজ থেকে শুরু করে কাজ— সব নিয়েই হবে আলোচনা। ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে তাই দিদি প্রিয়ঙ্কা কেমন সাজলেন, কী করলেন, সে দিকে নজর দিল আনন্দবাজার অনলাইন।

ছবি: ইনস্টাগ্রাম।
তিনি ‘দেশি গার্ল’। ফিনফিনে স্ট্র্যাপের বিকিনি ব্লাউজ়ের সঙ্গে শাড়ি পরে বলিউডের রাজা-বাদশাদেরও মাথা ঘুরিয়ে দেন। ভাইয়ের বিয়ের আগের দিন সকালে অবশ্য শাড়ি পরেননি। পরলেন সালোয়ার কামিজ়। সামুদ্রিক প্রবালের মতো লালচে গোলাপি আভার লম্বা ঝুলের ফুল স্লিভ কুর্তা। উজ্জ্বল রঙের কামিজে সাদা চিকন আর চুমকির সূক্ষ্ম আল্পনা লুকোচুরি। তার সঙ্গে একই রঙের সামান্য খাটো ঝুলের পাজামায় পুঁতির লেস। এক রঙা ওড়নাটি গলায় জরিয়ে নিয়েছিলেন তিনি। ভারতীয় এক ফ্যাশন ব্র্যান্ডের ওই চুরিদারটির দাম ২৮ হাজার ৯৫০ টাকা। তবে তার সঙ্গে কাঁধে লুই ভিতোঁর যে ব্যাগ নিয়েছিলেন প্রিয়ঙ্কা তার দাম ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা। খোলা চুল, চোখে সানগ্লাস, হাতে সোনার বালা, ঘড়ি আর পায়ে নাগড়া জুতি পরে হাতজোড় করলেন যেই, অমনি গাঢ় মেরুন ঠোঁটের ফাঁক দিয়ে ঝলক দিল মুক্তো।

ছবি: ইনস্টাগ্রাম।
প্রিয়ঙ্করা পঞ্জাবী। বিয়ের আগে তাঁদের অনেক রকম রীতি রেওয়াজ রয়েছে। মেহন্দি, সঙ্গীত ইত্যাদি। এ ছাড়া বাকি সমস্ত বিয়ের মতো গায়ে হলুদের অনুষ্ঠানও রয়েছে। মেহেন্দির অনুষ্ঠানে প্রিয়ঙ্কা পরেছিলেন একটি কাঁধ ছাড়া সাদা গাউন। তবে সাদা মানে ধবধবে সাদা নয়। সাদার উপর নানা রঙের সুতোর ফুলকারি নকশা। পা ছোঁয়া সেই গাউনের সঙ্গে সাজ হালকা রেখেছেন বরের দিদি। গলায় শুধু একটি নেকলেস। আর হাতে মেহেন্দির নকশা।

ছবি: ইনস্টাগ্রাম।
মেহেন্দির পরে সঙ্গীতের অনুষ্ঠান হয় পঞ্জাবীদের সেই ছবি প্রকাশ্যে আসেনি। তবে বৃহস্পতি বার সকালে গায়ে হলুদের ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। নাহ সেই অনুষ্ঠানেও শাড়ি পরেননি দেশি গার্ল। তাঁকে দেখা যাচ্ছে সোনালি পাড়ের হলুদ রঙা একটি লেহঙ্গা পরে। তার সঙ্গে একই রঙের লম্বা ঝুলের টপ। হাতে হলুদ চুড়ি, কানে হলুদ চাঁদবালি ঝুমকো। চুড়ো করে বাঁধা চুলে চোখে সানগ্লাস পরে নাচছিলেন নায়িকা। সেই হুল্লোড়ের ফাঁকেই পরিবারের সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে পোজ় দিলেন ক্যামেরায়।