বলিউড নায়িকাদের রূপটান পদ্ধতি শিখে নিন।
উৎসব অনুষ্ঠান এলেই রূপটান করতে ভালবাসেন অনেকেই। দীর্ঘ ক্ষণ ধরে মাথা খাটিয়ে, পরিশ্রম করে সাজগোজ করার পরও আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক যেন মন ভরে না। মনে হয় কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে। সাজটা ঠিক যেন বলিউড তারকাদের মতো হল না। কী ভাবে সাজলে করিনা, আলিয়াদের মতো অমন মোহময়ী হয়ে ওঠা যায় ভাবছেন তো? তার জন্য শিখে নিতে হবে বলি নায়িকারা কী ভাবে নিজেদেরকে সাজিয়ে তোলে তার কায়দা। কয়েকটি নির্দিষ্ট রূপটান পদ্ধতি। জানলেই হয়ে উঠবেন অনন্যা এবং মোহময়ী। সাজগোজের আগে কোন বিষয়গুলি মাথায় রাখবেন—
১) প্রাইমার
রূপটান শুরুর প্রথম ধাপ হল মুখের ত্বকে ভাল করে প্রাইমার মেখে নেওয়া।
২) ফাউন্ডেশন
সরাসরি ফাউন্ডেশন না মেখে বরং ফাউন্ডেশনের সঙ্গে হাইলাইটার মিশিয়ে নিয়ে তারপরে মাখুন।
৩) ব্লাশ
ব্লাশ ছাড়া রূপটান অসম্পূর্ণ থেকে যায়। তাই হালকা গোলাপি ঘেঁষা ব্লাশ গালে লাগিয়ে নিন।
৪) মাস্কারা
সব সময়ে'কাজল নয়না' না হলেও চলে। কাজলের বদলে চোখের পলকে ঘন করে লাগাতে পারেন মাস্কারা।
৫) ভ্রু এঁকে নিন
পেন্সিল দিয়ে ভ্রু আঁকার আগে অল্প নারকেল তেল দিয়ে ভ্রু দুটি সমান ও সঠিক মাপে করে নিন।
৬) লিপস্টিক
‘নো মেকআপ লুক’বর্তমানে একটি জনপ্রিয় রূপটান পদ্ধতি। তাই গাঢ় কোনও লিপস্টিক না পরে বরং ঠোঁটের রঙের কোনও লিপস্টিক বেছে নেওয়া ভাল।
৭) লিপগ্লস
লিপস্টিক লাগানোর পর ঠোঁটটা চকচকে দেখাতে চাইলে লাগাতে পারেন গোলাপি আভার কোনও লিপগ্লস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy