Advertisement
২০ জানুয়ারি ২০২৫
TMC-BJP

সুবোধের হাত ধরে তৃণমূলে যোগ অর্জুন-ঘনিষ্ঠসহ ২৫০ বিজেপি কর্মীর! হালিশহরে ফাটল অর্জুনের গড়ে

রবিবার সুবোধের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ বিট্টু। তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সদস্য তথা বীজপুর বিধানসভার বিজেপির আহ্বায়ক ছিলেন।

সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ বিট্টু জয়সওয়াল।

সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ বিট্টু জয়সওয়াল। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯
Share: Save:

হালিশহরে বিজেপির গড়ে ফাটল! বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠ বিট্টু জয়সওয়াল। সঙ্গে দল ছেড়ে তৃণমূলে গেলেন আরও প্রায় ২৫০ জন বিজেপি কর্মী ও সমর্থক।

রবিবার সুবোধের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ বিট্টু। তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সদস্য তথা বীজপুর বিধানসভার বিজেপির আহ্বায়ক ছিলেন। সঙ্গে প্রায় ২৫০ জন বিজেপি কর্মীও দল ছেড়ে তৃণমূলে নাম লেখান। হালিশহরের হাজিনগর ছাইমাঠে আয়োজিত হাজিনগর উৎসব মঞ্চে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়েছে।

তবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর বিট্টু জানাচ্ছেন, বিজেপিতে থাকাকালীন কোনও কর্মসূচি ছিল না। সে কারণেই দল ছেড়ে আসা। একদা অর্জুন-ঘনিষ্ঠ বিট্টুর কথায়, ‘‘মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। তাই তৃণমূল কংগ্রেসে এলাম মানুষের জন্য কাজ করতে।’’ অন্য দিকে, বীজপুরের বিধায়ক সুবোধ বলছেন, ‘‘সকলেরই অধিকার রয়েছে তার পছন্দের দল করার। বিট্টু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় তৃণমূলে এসেছেন মানুষের জন্য কাজ করবেন বলে। বিট্টু তৃণমুলে আসায় দলও আরও শক্তিশালী হবে।’’

প্রসঙ্গত, সব মিলিয়ে সময় ভাল যাচ্ছে না অর্জুনের। সিআইডি তলব করার পরে চলতি সপ্তাহেও ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তিনি। ভাটপাড়া পুরসভার ত্রাণ তহবিলের টাকা বেআইনি ভাবে খরচ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে সিআইডি নোটিস পাঠায়। যদিও পাল্টা হুঁশিয়ারি দিয়ে অর্জুন জানিয়েছেন, ‘মিথ্যা মামলায়’ তদন্তের নামে যে সরকারি কর্তারা ‘হেনস্থা’ করছেন, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের ছাড়া হবে না। সেই আবহেই এ বার অর্জুনকে ছেড়ে গেলেন ঘনিষ্ঠেরা।

অন্য বিষয়গুলি:

TMC BJP Arjun Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy