সব ভুলে দোলের আনন্দে মেতে উঠলেন। আবির থেকে জল মেশানো রং, সব সহ্য করে নিল চুল। কিন্তু কয়েক ঘণ্টার আনন্দের পর দ্বিগুণ সময় খরচ করে সেই রং তোলার পর্ব। রং খেলার কসরতের পর যেন একফোঁটা বিশ্রাম নেই। প্রতি বারের মতো তাই এ বার সেই ভুলটি করবেন না। দোলে রং খেলার আগেই চুলের যত্ন নেওয়া দরকার। প্রথমত, দোল-পরবর্তী খাটুনি কম। দ্বিতীয়ত, রঙের কারণে চুলে ক্ষতি হতে পারে, তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা ভাল। তা ছাড়া দোলের পরেও কী ভাবে রং তুলে ফেলে চুলের যত্ন নেবেন? জেনে নিন কিছু উপকারী টোটকা।
আরও পড়ুন:
তেল মালিশ: সবচেয়ে পুরনো এবং কার্যকরী উপায়। দোল খেলার আগে চুলে নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ভাল ভাবে মালিশ করে নিন। চুল এবং মাথার ত্বক তৈলাক্ত হয়ে থাকলে রঙের ক্ষতিকারক রাসায়নিকগুলি স্পর্শ করতে পারে না এবং সহজেই ধুয়ে ফেলা যায়। তেল চুলকে রঙের প্রভাব থেকে রক্ষা করে এবং শুষ্কতা দূর করে।
শাওয়ার ক্যাপ ব্যবহার: রং খেলার সময়ে নজর রাখতে হবে, যথাসম্ভব কম রং যেন চুলে প্রবেশ করে। নয়তো রাসায়নিকের প্রভাবে ক্ষতি হতে পারে চুলের। এর জন্য শাওয়ার ক্যাপ পরতে পারেন। এটি চুলকে সুরক্ষা দেয় এবং রঙের সঙ্গে সরাসরি সংস্পর্শে থাকে না। যদি শাওয়ার ক্যাপ পরে নিজের সাজ নষ্ট করতে না চান, তা হলে কাপড়ের ব্যান্ডানা পরে নিতে পারেন।

রং খেলার সময়ে নজর রাখতে হবে, যথাসম্ভব কম রং যেন চুলে প্রবেশ করে। ছবি: সংগৃহীত।
চুল বেঁধে রাখা: খোলা চুলে উৎসবে মাতলে রং মাথার ত্বকের ক্ষতি করতে পারে। তাই খোঁপা, বিনুনি, ঝুঁটি, একাধিক উপায়ে নজরকাড়া কেশসজ্জা যোগ হোক এ বারের দোলে। চুলের ক্ষতিও কম হবে, দোলের সাজে নতুন মাত্রাও আনবে।
গরম জল থেকে দূরে: চুলে রং লাগার পর গরম জল দিয়ে মাথা না ধোয়াই ভাল। গরম জল চুলের প্রাকৃতিক তেলকে বার করে দেয়, যা চুলকে আরও শুষ্ক করে তুলতে পারে। তাই দোল খেলার পর সাধারণ তাপমাত্রার জলেই শ্যাম্পু করা উচিত। রং খেলতে যাওয়ার আগে কিন্তু একেবারেই শ্যাম্পু করবেন না। তাতে চুল উস্কোখুস্কো থাকলেও ক্ষতি নেই। কিন্তু শ্যাম্পু করে নিলে মাথার ত্বক পরিষ্কার হয়ে গিয়ে শুষ্ক হয়ে যাবে। এতে চুলের প্রাকৃতিক তেল বেরিয়ে গিয়ে রংগুলিকে জায়গা করে দেবে।

খোলা চুলে উৎসবে মাতলে রং মাথার ত্বকের ক্ষতি করতে পারে। ছবি: সংগৃহীত।
হালকা শ্যাম্পু ব্যবহার: চুলে এবং মাথার ত্বকে আটকে থাকা রং ধুয়ে ফেলতে হলে শ্যাম্পু করা অত্যাবশ্যক। যদিও যে কোনও শ্যাম্পু ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। মাথা ধোয়ার সময়ে নরম, প্যারাবেন এবং সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং ক্ষতি কমায়।
রং খেলার আগে ও পরে ধাপে ধাপে নিয়মগুলি মেনে চললে দোলের আনন্দ মাটি হবে না। চুল সুস্থ এবং উজ্জ্বল থাকবে।
- দোলযাত্রা প্রধানত বৈষ্ণব ধর্মীয় লোকেদের উৎসব হলেও সকলেই এই উৎসবে মেতে ওঠেন। আগামী ১৪ মার্চ শুক্রবার শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব।
- দোলে যদি রং খেলতেই হয়, তার আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া ভাল। এমন কিছু প্রসাধনী ব্যবহার করবেন না, যাতে কিছু বিশেষ ধরনের রাসায়নিক মেশানো আছে।
-
ভিন্ধর্মী বলেই কি ফহাদের গালে রং নেই? কটাক্ষ শুরু হতেই স্বামীর পাশে দাঁড়ালেন স্বরা
-
রং ছাপিয়ে প্রেমের জোয়ার! আবিররাঙা নীল-তৃণা, সুস্মিতার জন্য সাহেবের মেনু কী?
-
ফোনে রং ঢুকে গিয়েছে? জলে ভিজে ফোন বন্ধ, মুশকিল আসান হবে সহজ কিছু কৌশলে
-
রং খেলার পর হাঁচি-কাশি, অ্যালার্জির সমস্যা হচ্ছে? কোন কোন পানীয় বাড়ির সকলকে খাওয়াবেন
-
‘কিশোরী’ নয়, দেব রঙিন অন্য রঙে! দুই ‘সন্তান’ নিয়ে পুজোপাঠে মিমি, ঊষসী কলকাতার মালাইকা?