চুল নরম ও মসৃণ রাখতে এখন হেয়ার সিরাম ব্যবহারের খুব চল। শ্যাম্পু-কন্ডিশনার যেমন চুলের ধরন বুঝে কিনতে হয়, সিরামও কিন্তু ঠিক তাই। তবে দোকান থেকে কেনা সিরামে নানা রাসায়নিক মেশানো থাকে। তার চেয়ে হেয়ার সিরাম বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।
সিরাম তেলের মতো ঘন নয়, আবার জলের মতো পাতলাও নয়। একেবারে গোড়ার দিকে সিরাম ব্যবহার করা হত চুল জটমুক্ত করার জন্য। তবে এখন চুলের নানা ধরনের সমস্যা সমাধানেও ব্যবহার করা হয় সিরাম। হেয়ার সিরাম চুলে মেখে নিলে রুক্ষ চুল নরম ও মসৃণ হবে। সূর্যের অতিবেগনি রশ্মি থেকেও চুলকে বাঁচাতে পারে সিরাম। রাস্তায় বেরোলেই এখন ধুলোধোঁয়ায় চুলের স্বাস্থ্য বেহাল হয়ে যায়। চুল পড়ার সমস্যাও বাড়ে। সিরাম লাগিয়ে নিলে চুলের স্বাস্থ্য ভাল থাকবে।
বাড়িতে কী ভাবে সিরাম বানাবেন?
অ্যালো ভেরা-নারকেল তেলের সিরাম
২ চা-চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ১ চা-চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এর সঙ্গে ৫-৬ ফোঁটা রোজ়মেরি অয়েল মেশাতে হবে। এই মিশ্রণ কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। এক সপ্তাহ ধরে ব্যবহার করা যাবে এই সিরাম।
আরও পড়ুন:
গোলাপ জল-গ্লিসারিনের সিরাম
৩ চা-চামচ গোলাপ জলের সঙ্গে ২ চা-চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে ৩-৪ ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে দিন। এ বার স্প্রে বোতলে ভরে ভাল করে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিরাম। নিয়মিত ব্যবহারে চুল নরম ও মসৃণ হবে। জেল্লাও ফিরবে।
গ্রিন টি-অ্যালো ভেরার সিরাম
প্রথমে গ্রিন টি বানিয়ে নিন। এক কাপ মতো চা বানিয়ে ঠান্ডা হতে দিন। এ বার তাতে ২ চা-চামচ অ্যালো ভেরা জেল ও ১ চামচ মধু মিশিয়ে ভাল করে নাড়ুন। মিশ্রণ সুন্দর জেলের মতো হবে। শ্যাম্পু করার পরে চুল শুকনো করে মুছে নিয়ে এই সিরাম মাখতে পারেন। এতে চুল রুক্ষ হবে না। চুল পড়াও বন্ধ হবে।