Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Beauty

Natural Moisturizer: ময়েশ্চারাইজার ফুরিয়ে গিয়েছে? বিকল্প হিসাবে কোনগুলি ব্যবহার করতে পারেন

ত্বকের যত্ন নেয় ময়েশ্চারাইজার। ঘরোয়া বিকল্প হিসাবে কোন জিনিসগুলি ব্যবহার করতে পারেন?

ঘরোয়া উপায়েই ত্বকের আর্দ্রতা বাড়াতে পারেন।

ঘরোয়া উপায়েই ত্বকের আর্দ্রতা বাড়াতে পারেন। ছবি- প্রতীকী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ২২:৩৯
Share: Save:

রোজ মুখ পরিষ্কার করে ময়শ্চারাইজার লাগানো প্রয়োজন। ত্বকের যত্নে এতটুকুও না করলে কম বয়সেই পড়তে পারে বলিরেখা। এ সব কথা তো জানাই। কিন্তু কোন ময়শ্চারাইজার কিনবেন, আপনার ত্বকের জন্য কোনটি বেশি ভাল, তা জানবেন কী ভাবে? যদি সেই চিন্তায় নতুন ময়শ্চারাইজার বেছে না ফেলে থাকেন, তবে ঘরোয়া উপায়েই ত্বকের আর্দ্রতা বাড়াতে পারেন। তাতে কেনা ময়শ্চারাইজারের থেকে কম কাজ হবে না। বরং বেশিই হতে পারে।

তবে কী ধরনের জিনিস দিয়ে করা যায় নিজের রূপচর্চা?

দুধ

প্রদাহ দমন করার ক্ষমতা আছে দুধে। একটি পরিষ্কার কাপড় দুধে ভিজিয়ে নিয়ে তা ভাল ভাবে মুখে বুলিয়ে নিন। তার পর কিছু ক্ষণ মুখে সেই দুধ শুকোতে দিন।

ঘরোয়া ময়েশ্চারাইজার।

ঘরোয়া ময়েশ্চারাইজার। ছবি- প্রতীকী

তেল

নারকেল তেল হোক কিংবা অলিভ অয়েল, যে কোনও তেলই ত্বকে লাগানো যেতে পারে। তাতে বাড়বে মুখের আর্দ্রতা।

মধু

মধুতে রয়েছে অনেকটা পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট। রয়েছে ব্যাক্টিরিয়া নাশ করার ক্ষমতাও। মুখে ভাল ভাবে মধু লাগালে তা লোমকূপের ময়লা পরিষ্কার করে দেয়। সরাসরি মুখে মধু দেওয়া যেতে পারে। তা ছাড়াও দুধের সঙ্গে একটু মধু আর লেবুর রসও মেশানো যেতে পারে।

অন্য বিষয়গুলি:

Beauty Skin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE