Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Vivan Sundaram

শিল্পী ভিভান সুন্দরম প্রয়াত, বয়স হয়েছিল ৭৯

বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী ভিভান সুন্দরম। শেষ সময়ে দিল্লিতে নিজের বাড়িতেই ছিলেন শিল্পী।

১৯৪৩ সালে শিমলা শহরে জন্ম ভিভানের।

১৯৪৩ সালে শিমলা শহরে জন্ম ভিভানের। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১১:৫১
Share: Save:

মৃত্যু হল শিল্পী ভিভান সুন্দরমের। বুধবার, সকাল ৯.২০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৯। শেষ সময়ে দিল্লিতে নিজের বাড়িতেই ছিলেন ভিভান।

১৯৪৩ সালে শিমলা শহরে জন্ম ভিভানের। বাবা কল্যান সুন্দরম ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন সচিব। দুন স্কুলে লেখাপড়া শুরু শিল্পীর। পরে শিল্প নিয়ে পড়তে যান বরোদা বিশ্ববিদ্যালয় থেকে। তার পর বিলেতে পাড়ি। ১৯৬৬ সালে সিনেমার ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু হয় লন্ডন শহরে।

১৯৭১ সালে দেশে ফেরার পর থেকেই জড়িয়ে পড়়েন রাজনৈতিক নানা কর্মকাণ্ডে। জরুরি অবস্থার সময়ে নিয়মিত নানা শিল্প সংগঠনের সঙ্গে হাত মেলান রাজনীতির কাজে। বামপন্থী শিল্পীদের সঙ্গে হয় যোগাযোগ। বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন জীবনের অনেকটা সময়।

কলকাতায় ৪৬-এর দাঙ্গা নিয়ে তাঁর ইনস্টলেশনের কাজ দেখানো হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখনও সেই প্রদর্শনীকে ‘হিস্ট্রি প্রজেক্ট’ নামে মনে রাখা হয়। ১৯৭৬ সালে ‘কসৌলি আর্ট সেন্টার’ তৈরি হয় তাঁর হাতেই। নাট্যকার সফদর হশমির স্মৃতিতে তৈরি ‘সফদর হশমি মেমোরিয়াল ট্রাস্ট’ (সহমত) তৈরির সময় থেকে বহু দিন তার সদস্য ছিলেন তিনি। ১৯৮৯ সাল থেকেই সেখানে নিয়মিত ইনস্টলেশনের প্রদর্শনী, রোড শো-র আয়োজন করেছেন ভিভান।

৬০-এর দশক থেকেই দেশের নানা প্রান্তে প্রদর্শিত হয়েছে ভিভানের কাজ। ইনস্টলেশন, ভাস্কর্য, আলোকচিত্র, ভিডিয়ো— নানা মাধ্যমে কাজ করেছেন শিল্পী। তাঁর কাজ দেখানো হয়েছে মন্ট্রিয়াল থেকে নেদারল্যান্ডস, লন্ডন থেকে সিডনি— বিদেশের নানা শহরেও।

বুধবার আনন্দবাজার অনলাইনকে ‘সহমত’-এর বর্তমান সদস্যা সমাজকর্মী শবনম হশমি জানান, মাস তিনেক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন শিল্পী। তার পর থেকে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল।

অন্য বিষয়গুলি:

Vivan Sundaram Death News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy