Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Driving Training

Driving Tips: সদ্য গাড়ি চালাতে শিখেছেন? দুর্ঘটনা এড়াতে মাথায় রাখুন কয়েকটি বিষয়

নতুন গাড়ি চালাতে শিখেই আত্মবিশ্বাসী হয়ে অনেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। কী হচ্ছে এর ফলে?

গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার আগে মেনে চলুন কয়েকটি বিষয়।

গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার আগে মেনে চলুন কয়েকটি বিষয়। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ১৪:০৪
Share: Save:

সবে গাড়ি চালাতে শিখেছেন, এমন মানুষদের কাছে গাড়ি নিয়ে রাস্তায় বেরনো স্বাভাবিক ভাবেই যথেষ্ট উত্তেজনার। এই অতিরিক্ত উত্তেজনা ডেকে আনতে পারে সমূহ বিপদ। তাই প্রাথমিক ভাবে আবেগ ও উত্তেজনাকে দমিয়ে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার আগে মেনে চলুন কয়েকটি বিষয়।

কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

একা গাড়ি না চালিয়ে পাশে রাখুন গাড়ি চালানোয় দক্ষ কাউকে।

একা গাড়ি না চালিয়ে পাশে রাখুন গাড়ি চালানোয় দক্ষ কাউকে। ছবি: সংগৃহীত

১) গাড়ি চালানো শেখার পরেই শুরু হয় আসল অনুশীলন। কোনও বিষয়ে আপনাকে পারদর্শী হয়ে উঠতে গেলে নিয়মিত অনুশীলন করাটা জরুরি। গাড়ি চালানো শিখেই তাই প্রথমেই বড় রাস্তায় না গিয়ে ছোট গলি অথবা মাঠে চালানোর অভ্যাস করুন।

২) শুরুতেই একা গাড়ি না চালিয়ে পাশে রাখুন গাড়ি চালানোয় দক্ষ কাউকে। এতে আপনি সাহস পেতে পারেন।

৩) গাড়ির সামনের কাচে ‘পি’ অথবা ‘এল’ প্লেট লাগান। ‘পি’-এর অর্থ প্রবিশন পিরিয়ড অর্থাৎ সদ্য চালাতে শিখেছেন। ‘এল’-এর অর্থ লার্নার, অর্থাৎ আপনি এখনও শিক্ষানবিশ।

৪) রাস্তায় দুর্ঘটনা এড়াতে ব্যবহার করুন ইন্ডিকেটর আলো।

৫) যাঁরা সদ্য গাড়ি চালাতে শিখেছেন, তাঁরা রাস্তার অন্য যানবাহনের সঙ্গে কয়েক হাত দূরত্ব রেখে ধীরে চলুন।

৬) গাড়িকে সঠিক জায়গায় পার্কিং করা শিখে নিন ভাল করে।

৭) গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনের ব্যবহার একেবারেই উচিত নয়। নতুনদের তো বটেই, যাঁরা অনেকদিন ধরে গাড়ি চালাচ্ছেন তাঁদের জন্যও এটি প্রযোজ্য।

অন্য বিষয়গুলি:

Driving Training car
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE