৯ বছরেই গ্র্যাজুয়েট ডেভিড বালোগান। ছবি- টুইটার
বয়স মাত্র ৯ বছর। ইতিমধ্যেই স্নাতকের গণ্ডি পার করে ফেলেছেন। আমেরিকার পেনসিলভানিয়ার ‘রিচ সাইবার চার্টার’ স্কুলের ছাত্র ডেভিড বালোগান। বিভিন্ন বিষয়ে তার জ্ঞান। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই তার ইচ্ছে স্নাতক স্তরের পরীক্ষা দেওয়ার। কিন্তু বাধ সেধেছিলেন স্কুলের শিক্ষক। ডেভিডকে চতুর্থ শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন তিনি। চেয়েছিলেন পর্যায়েক্রমে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের পড়াশোনা শেষ করে, তার পর সে কলেজে পা রাখুক।
9-year-old David Balogun became the youngest student to graduate from Reach Cyber Charter School in Harrisburg, Pennsylvania and is now attending college! https://t.co/9c3UqyGPzJ pic.twitter.com/KvutiWz38Q
— Good Morning America (@GMA) February 6, 2023
কিন্তু সকলের আপত্তি অগ্রাহ্য করেই সে স্নাতক স্তরের পরীক্ষায় বসার ঝুঁকি নেয়। উত্তীর্ণও হয় সসম্মানে। ডেভিডের বক্তব্য, “আমার তো মনে হয় প্রত্যেকেরই জানা উচিত তিনি নিজে কোন বিষয়ে ভাল, আর কোন বিষয়ে নয়। আপনি যদি সেই বিষয়ে দক্ষ না হন, সে ক্ষেত্রে আপনি এই রকম ঝুঁকি নেবেন না। যদি নির্দিষ্ট কোনও বিষয়ে আপনি দুর্বল হন, সেই বিষয়ে আরও বেশি জোর দেবেন।”
ডেভিডের স্বপ্ন জ্যোতির্পদার্থবিদ হওয়ার। মহাজাগতিক সমস্ত কিছুতেই তার অপার উৎসাহ। বিশেষ করে কৃষ্ণগহ্বর, সুপারনোভা নিয়ে গবেষণা করতে চায় সে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy