বারবার কানের কাছে ‘ভালবাসি’ বললেই কি ভালবাসা প্রকাশ পায়? মুখের কথা নয়, আচরণই কিন্তু আসলে বুঝিয়ে দেয় আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে আসলে কতটা ভালবাসে, কতটা গুরুত্ব দেয় আপনাদের সম্পর্ককে। কী করে বুঝবেন সম্পর্ক কতটা খাঁটি আর কতটাই বা মেকি? সম্পর্ক নিয়ে আপনার পার্টনার সত্যিই সিরিয়াস কিনা বুঝে নেওয়ার সহজ ন’টা উপায়
১) আপনার সঙ্গী বা সঙ্গীনী আপনার মতো আপনার পরিবারকেও সম্মান করেন তো? খেয়াল রাখেন তো আপনার পরিবারের সদস্যদের?
২) আপনি অসুস্থ হলে চিন্তায় বিনিদ্র রাত কাটে কি তার? সবসময় কি চেষ্টা করেন কী ভাবে কমানো যায় আপনার কষ্ট?
৩) আপনি যখন অফিসের ডেডলাইন নিয়ে চোখে সর্ষে ফুল দেখছেন, তখন আপনার পাশে সবসময় থাকবেন আপনার আসল পার্টনার। কখনও কাজে সরাসরি সাহায্য করে, কখনও বা আপনার হাতের কাছে পৌঁছে দেন সব কিছু।
৪) আপনি যখন নতুন, হটকে কিছু করার চেষ্টা করেন সব থেকে বেশি উত্সাহ কি আপনার সঙ্গী বা সঙ্গীনীর থেকেই পান?
আরও পড়ুন- সামনের ব্যক্তি কি মিথ্যেবাদী? বুঝে নিন সহজেই
৫) আপনার ভালবাসা, মাঝে তাতে কিছুটা অবুঝপনা, পাগলামি মিশে থাকলেও আপনার পার্টনার কিন্তু বিরক্ত হন না। সিরিয়াস পার্টনার সবসময় আপনার ইমোশন বোঝার চেষ্টা করেন।
৬) আপনাকে যথেষ্ট ‘স্পেস’ দেন তো আপনার পার্টনার? কখনওই আপনার প্রতি উদাসীন বা অমনোযোগী থাকেন না তো?
৭) আপনার অতিরিক্ত ওজন, মুখে কয়েকটা ব্রণর উঁকিঝুঁকি বা অকালে পক্ককেশের আগমন বা কেশ বিলুপ্তি, কোনও কিছুতেই তার ভালবাসায় ভাটা পড়ছে না তো?
৮) আপনার স্বাধীনতা, স্বাধীনচেতা মনোভাবকে আপনার জীবনসঙ্গী ভালবাসেন তো? চান, গড়ে উঠুক আপনার আলাদা পরিচিতি?
৯) কোনও নির্দিষ্ট পোশাক বা সাজে আপনাকে বেমানান দেখালে সরাসরি সেটা আপনাকে জানিয়ে দেন তো আপনার পার্টনার?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy