এ বার আন্ত্রিকের প্রকোপে চন্দ্রকোনা। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চালতাবাঁধি ও ইন্দা এলাকায়। আক্রান্ত সবমিলিয়ে ১৩০ জন। ৩০ জনকে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার এলাকায় যায় দু’টি মেডিক্যাল টিম। ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, চন্দ্রকোনা ১ এর বিডিও সুরজিত্ ভড়। গিরীশবাবু অবশ্য বলেন, “উদ্বেগের কিছু নেই। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।” দিন কয়েক আগেই শালবনির কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের সোনাকোড়া এবং মেদিনীপুর সদর ব্লকের বনপুরায় আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছিল। এখন অবশ্য ওই দুই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। মঙ্গলবার সন্ধ্যা থেকে চালতাবাঁধি ও ইন্দা এলাকায় একের পর এক বাসিন্দা অসুস্থ হতে শুরু করেন। অসুস্থদের ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর এলাকায় একটি সাব-মার্সিবল পাম্প রয়েছে। সে জলই ব্যবহার করেন বাসিন্দারা। প্রাথমিক ভাবে স্বাস্থ্য কর্তারা মনে করছেন, দূষিত জল ব্যবহারের ফলেই সংক্রমণ ছড়িয়েছে। এলাকায় পানীয় জলের পাউচ বিলি করা হচ্ছে। ইতিমধ্যে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জনস্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy