কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়ল জুম। ছবি টুইটার।
সেনা জওয়ানদের সঙ্গেই প্রাণ বিপন্ন করে কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়ল জুম। সোমবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সেনার সঙ্গে অপারেশনে গিয়ে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছে এই বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির সারমেয়টি। ওই অভিযানে সেনা গুলিতে খতম হয়েছে লস্কর-ই-তইবার দুই জঙ্গি।
সেনা সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে থেকে অনন্তনাগের তাঙ্গপাওয়া এলাকায় অভিযান শুরু করা হয়ে। সেনার অফিসার ও জওয়ানদের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর জুমও যোগ দিয়েছিল অভিযানে। ভোররাত থেকেই দু’তফের গুলির লড়াই শুরু হয়। সোমবার প্রাণ বিপন্ন করে জঙ্গিদের পিছনে ধাওয়া করে জুম। সে সময়ই এক জঙ্গির গুলিতে গুরুতর জখম হয় সে।
Op Tangpawa, #Anantnag.
— Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) October 10, 2022
Army assault dog 'Zoom' critically injured during the operation while confronting the terrorists. He is under treatment at Army Vet Hosp #Srinagar.
We wish him a speedy recovery.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/FqEM0Pzwpv
সেনাবাহিনীর চিনার কোরের তরফে জানানো হয়েছে, জুমের বীরত্বের কারণেই খতম করা গিয়েছে দুই লস্কর জঙ্গিকে। আহত হওয়ার পরেও সে কর্তব্য পালন করেছে। জুমের একটি ভিডিয়ো প্রকাশ করেছে চিনার কোর। জানানো হয়েছে, গুরুতর আহত অবস্থায় সে এখন শ্রীনগর পশু হাসপাতালে চিকিৎসাধীন।
কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে দীর্ঘ দিন ধরেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয় বাহিনী ব্যবহার করছে সেনা। গত অগস্টে সেনার সঙ্গে অভিযানে গিয়ে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছিল বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির একটি কুকুর। প্রসঙ্গত, ২০১১ সালে আফগানিস্তানের জালালাবাদ এয়ারস্ট্রিপ থেকে পাকিস্তানের অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনের ঠিকানার উদ্দেশে উড়ে যাওয়া আমেরিকা নেভি সিল বাহিনীর দু’টি হেলিকপ্টারের একটিতে সওয়ার ছিল ‘কায়রো’ নামে বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির একটি কুকুর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy