উত্তরাখণ্ডে রাস্তায় ধ্বংসস্তূপ পড়ায় বন্ধ যান চলাচল। ছবি: টুইটার।
ভারী বৃষ্টির কারণে আবার ধস নামল উত্তরাখণ্ডে। রাস্তায় ধ্বংসস্তূপ পড়ায় শনিবার সকালে অবরুদ্ধ হয়ে পড়ল যমুনোত্রী এবং বদ্রীনাথ জাতীয় সড়ক। যার জেরে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। বিপাকে পড়েছেন পর্যটকেরাও। চলছে উদ্ধারকাজ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
শনিবার সকালে গঙ্গনানি এলাকার কাছে রাস্তায় ধ্বংসস্তূপ পড়ায় যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। উত্তরকাশী জেলা প্রশাসন জানিয়েছে, বিভিন্ন এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ভারী বর্ষণের কারণে গঙ্গনানি এলাকার কাছে ধ্বংসস্তূপ পড়েছে।
প্রবল বর্ষণের কারণে একই হাল বদ্রীনাথ জাতীয় সড়কেরও। চামোলি জেলার কাছে তিন এলাকায় ধ্বংসস্তূপ পড়ে থাকায় অবরুদ্ধ হয়েছে ওই জাতীয় সড়ক। সমস্যায় পড়েছেন বহু মানুষ। শনিবার সকালে চামোলি পুলিশের তরফে টুইটারে জানানো হয়েছে, নন্দপ্রয়াগ, বেলাকুচি, পাগলনালা এলাকায় ধ্বংসস্তূপের কারণে বদ্রীনাথ জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে। কিছু দিন আগেও একই কারণে অবরুদ্ধ হয়ে পড়েছিল ওই দুই জাতীয় সড়ক।
এই পরিস্থিতিতে মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেহরাদূন, উত্তরকাশী, তেহরি, পাউরি, নৈনিতালের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy