Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Satpura Forest

বাঘের চোখে চোখ রেখে দেড় ঘণ্টা, কুর্নিশ এই মহিলার স্নায়ুকে!

খোলা জঙ্গলের মধ্যে বাঘের চোখে চোখ রেখে প্রায় ঘন্টা দেড়েক দাঁড়িয়ে থাকা, এমনটা কি ভেবেছেন কখনও? সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটিয়ে নজির সৃষ্টি করলেন মধ্যপ্রদেশের একজন মহিলা বনরক্ষী।

প্রতীকি ছবি। ছবি: শাটারস্টক

প্রতীকি ছবি। ছবি: শাটারস্টক

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৫:০২
Share: Save:

চিড়িয়াখানায় খাঁচার বাইরে থেকে অনেকেই হয়তো বাঘের চোখে চোখ রেখেছি আমরা। কিন্তু খোলা জঙ্গলের মধ্যে বাঘের চোখে চোখ রেখে প্রায় ঘন্টা দেড়েক দাঁড়িয়ে থাকা, এমনটা কি ভেবেছেন কখনও? সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটিয়ে নজির সৃষ্টি করলেন মধ্যপ্রদেশের একজন মহিলা বনরক্ষী।

ওই মহিলা মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ এলাকার সাতপুরা অভয়ারণ্যের বনরক্ষী হিসেবে কর্মরত। সম্প্রতি দু’জন সহকর্মীর সঙ্গে জঙ্গলের মধ্যে বাঘের সামনে সামনে পড়ে যান তিনি। কিন্তু প্রাথমিক ভাবে ঘাবড়ে গেলেও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ভুল করেননি তিনি। সামনাসামনি হয়ে যাওয়া বাঘের হাত থেকে বাঁচতে সেই বন রক্ষী তখনই বাকি দু’ই সঙ্গীকে নির্দেশ দেন কোনও রকম নড়াচড়া না করে সোজা বাঘের চোখের দিকে তাকিয়ে থাকতে। নিজেও তাঁদের সামনে দাঁড়িয়ে নিজে ওই বাঘটির চোখের দিকে তাকিয়ে থাকেন ঠায়। এই ভাবে সময় যেতে থাকলেও একবারও বাঘের চোখ থেকে চোখ সরাননি তিনি।

প্রায় ঘন্টা দেড়েক এই ভাবে বাঘের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকার পর, রণে ভঙ্গ দেয় বাঘটি। পিছনে ফিরে সেটি ফের জঙ্গলের মধ্যে চলে যায়। মহিলা বনরক্ষীর এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছে সকলেই।

আরও পড়ুন: ‘লাঞ্চ টাইম’ বলে ফিরিয়ে দিল স্বাস্থ্যকেন্দ্র, রাস্তাতেই প্রসব মহিলার

আরও পড়ুন: সারা মাসের জন্য একটিই বই, স্কুলের বইয়ের ভার লাঘব করতে অভিনব পদক্ষেপ প্রধান শিক্ষকের

অন্য বিষয়গুলি:

Satpura Forest Tiger Brave Woman Madhya pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE