ভোপালে নিজের শয়নকক্ষ থেকে উদ্ধার হল এক মহিলা চিকিৎসকের দেহ। রিচা পাণ্ডে নামে ওই চিকিৎসকের হাতে একটি সূচের দাগ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। চার মাস আগেই বিয়ে হয়েছিল তাঁর। কী ভাবে ২৫ বছরের ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর কারণ।
পুলিশ আধিকারিক লোকেন্দ্র ঠাকুর জানিয়েছেন, রিচা লখনউয়ের বাসিন্দা। ভোপালের অভিজিৎ পাণ্ডের সঙ্গে চার মাস আগে বিয়ে হয়েছিল তাঁর। অভিজিৎ পেশায় দাঁতের ডাক্তার। বিয়ের পর থেকে ভোপালেই থাকছিলেন দু’জন। ভোপালে এক বেসরকারি মেডিক্যাল কলেজে অধ্যাপনা করছিলেন রিচা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে এক ঘরে ঘুমাননি রিচা। পাশের ঘরে শুয়েছিলেন তিনি। শুক্রবার সকালে তাঁর দরজায় ধাক্কাধাক্কি করেও সাড়া পাননি অভিজিৎ। প্রতিবেশীদের খবর দেন তিনি। প্রতিবেশীরা এসেও ঘরের দরজা খুলতে পারেননি। তখন কাছের এক বাজার থেকে এক শ্রমিককে ডেকে আনেন রিচার স্বামী। তিনি দরজা ভেঙে দেন। ঘরের ভিতরে ঢুকে দেখা যায়, বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে রয়েছেন রিচা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। লখনউয়ে রিচার পরিবারকে খবর পাঠানো হয়েছে। তারা এলে শনিবার রিচার দেহের ময়নাতদন্ত করা হবে। রিচার হাতে সূচের দাগ কী ভাবে এল, ময়নাতদন্তে পরীক্ষা করা হবে।