বসন্তের রঙিন আবেশে ‘বেঙ্গল ওয়েব সলিউশন’–এর উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা ‘রংমিলান্তি ২০২৫’।

গত ২২ মার্চ, কলকাতার কলামন্দির অডিটোরিয়ামে গান, সাহিত্য ও আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ‘রংমিলান্তি ২০২৫’।

এই সাংস্কৃতিক সন্ধ্যায় বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, গৌতম ঘোষাল, শ্রীজাত।

পাশাপাশি তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে ছিলেন গৌরব, চন্দ্রিকা, পায়েল, অরিত্র এবং রাজীব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন খাস কৌশিক।

‘রংমিলান্তি ২০২৫’ অনুষ্ঠানে দু’টি প্রজন্মকেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। বসন্ত এক একজনের কাছে এক একরকমভাবে ধরা দেয়। তাই সবার দৃষ্টিভঙ্গিও আলাদা হয়। সেইমতোই গানে, গল্পে, আড্ডায় সাজানো হয়েছিল বসন্তের এই সন্ধে।

হাজারেরও বেশি দর্শকের সমাগমে তৈরি হয়েছিল এক মনোমুগ্ধকর পরিবেশ। যেখানে সাহিত্য থেকে শুরু করে সঙ্গীতপ্রেমী, বুদ্ধিজীবী ও সংস্কৃতিমনস্ক মানুষ সকলেই বসন্তের এই রঙিন আবহ প্রাণবন্তভাবে উপভোগ করেছেন।
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।