মন্দিরের অন্নছত্রে কাজ করছিলেন মহিলা। আচমকাই আলু কাটার যন্ত্রে আটকে যায় ওড়না। প্রাণ হারান রজনী ক্ষত্রি নামে ওই মহিলা। তাঁর বয়স ৩০ বছর। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের ঘটনা।
সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) লক্ষ্মীনারায়ণ গর্গ জানিয়েছেন, শনিবার সকালে মহাকালেশ্বর মন্দির থেকে ৫০০ মিটার দূরে অন্নছত্রে এই ঘটনা হয়েছে। ওই অন্নছত্রেই ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। রান্নার জন্য সব্জি কাটা হচ্ছিল। তখনই এই দুর্ঘটনা। কর্তৃপক্ষকে খবর দেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান মন্দির কমিটির লোকজন। রজনীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের দাবি, রজনীর গলায় পেঁচিয়ে গিয়েছিল ওড়নাটি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। খবর দেওয়া হয়েছে থানায়। কী ভাবে এই দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।