বুকে গোলাপ ফুল নিয়ে জওহরলাল নেহেরু। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে আমরা সবাই চিনি। একটু ভালভাবে লক্ষ্য করলে আপনি নিশ্চয় দেখে থাকবেন, তাঁর কোটের সবসময় গোঁজা থাকত একটি তাজা গোলাপ ফুল। কিন্তু কেন জানেন?
৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’তে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে জওহরলালের বেশ কয়েকটি ছবি। সেখানেই নেহরুর কোটে গোলাপ ফুল রাখার কারণ জানানো হয়েছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।
জওহরলাল নেহেরুর স্ত্রীর নাম ছিল কমলা নেহেরু। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৯৩৮ সালে মারা যান তিনি। স্ত্রীর স্মৃতিতেই বহন করার জন্যই নিজের কোটে প্রতিদিন গোলাপ ফুল গুঁজতেন নেহেরু।
জাতীয় কংগ্রেসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে পোস্টটি। স্ত্রীর প্রতি নেহেরুর ভালবাসায় আপ্লুত হয়েছেন অনেকেই।
আরও পড়ুন: এই মন্দিরের কথা শুনেই কি ‘হাত’কে নির্বাচনী প্রতীক বেছেছিলেন ইন্দিরা?
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy