ভারতের হোয়াটসঅ্যাপ পে-এর প্রধান বিনয় চোলেট্টি মঙ্গলবার সমাজ মাধ্যমে তিনি ইস্তফার কথা জানান। প্রতীকী ছবি।
ভারতের হোয়াটসঅ্যাপ পে-এর প্রধান বিনয় চোলেট্টি ইস্তফা দিলেন। মঙ্গলবার তিনি তার ইস্তফাপত্র জমা দেন। এখন তিনি মেটা পরিবারের সদস্য। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনি মনেশ মাহাটমের স্থলাভিসিক্ত হয়েছিলেন। সমাজ মাধ্যমে তিনি ইস্তফার কথা জানান।
বিনয় চোলেট্টি সংস্থায় যোগদানের ১১ মাসের মাথায় হোয়াটসঅ্যাপ পে-এর প্রধান হয়েছিলেন। শেষ দিনে তিনি লিঙ্কডইনে লিখেছেন, ‘‘আমি আমার জীবনের পরবর্তী পর্বে এগিয়ে যাচ্ছি। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে হোয়াটসঅ্যাপ পে ভারত ডিজিটাল পেমেন্টের এক নতুন দিক তুলে ধরেছে। এই সংস্থা লেনদেন ব্যবস্থাকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।”
চোলেট্টি এর আগে, আইটিসি, সিটিব্যাঙ্ক, আমেরিকান এক্সপ্রেস, আমাজনের মতো প্রখ্যাত সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy